
দীর্ঘদিন বন্ধ থাকার পর সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি পুনরায় শুরু হয়েছে। বাংলাদেশ সরকার এই বন্দর দিয়ে সীমিত পরিসরে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার পরই এই বাণিজ্যিক কার্যক্রম শুরু হলো। রবিবার সন্ধ্যায় দুটি ট্রাকে মোট ষাট মেট্রিক টন পেঁয়াজ মোহদীপুর থেকে সোনামসজিদ বন্দরে প্রবেশ করে। সোনামসজিদ স্থলবন্দর পরিচালনাকারী পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম আমদানি শুরুর বিষয়টি নিশ্চিত করে জানান, আগামীকাল সোমবার আরও পেঁয়াজবাহী ট্রাক আসার সম্ভাবনা রয়েছে।
অর্থনৈতিক ডেস্ক : 
























