
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী আজাহারুল ইসলাম ডামুড্যা প্রেসক্লাবে এক প্রেস ব্রিফিং করেন। শনিবার দুপুরে অনুষ্ঠিত এ প্রেস ব্রিফিংয়ে তিনি নির্বাচনি অঙ্গীকার, এলাকার উন্নয়ন পরিকল্পনা ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশার কথা তুলে ধরেন।
প্রেস ব্রিফিংয়ে প্রার্থী আজাহারুল ইসলাম বলেন, “জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনই আমার মূল লক্ষ্য। সৎ, স্বচ্ছ ও ন্যায়নিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে এলাকার উন্নয়ন করাই হবে আমার প্রথম অঙ্গীকার।” তিনি নির্বাচনকে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় ডামুড্যা প্রেসক্লাব ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উপস্থিতদের মধ্যে ছিলেন স্টার নিউজের মিরাজ শিকদার, প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাদবর, সাধারণ সম্পাদক শিহাব হাসান (কালের কণ্ঠ), ডামুড্যা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ নান্নু মৃধা, চ্যানেল এস প্রতিনিধি সোহেল, সাবেক প্রেসক্লাব সভাপতি সোহেল, ডামুড্যা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও যায় যায় দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি কালাম সরদার, ডামুড্যা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান সোহেল, দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি মো. খোকন এবং বাংলাদেশ বুলেটিনের প্রতিনিধি মতিউর রহমান।
প্রেস ব্রিফিং শেষে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আজাহারুল ইসলাম।
আব্দুর রহমান সোহেল, শরীয়তপুর প্রতিনিধি : 




















