ঢাকা ১০:১৩ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথে তিনটি গ্রাম আলোকিত করল নবদিগন্ত ফেডারেশন

সিলেটের বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ সদর ইউনিয়নের আওতাধীন নাজির বাজারের পশ্চিম, মোহাম্মদপুর মোল্লাবাড়ি ও তাতীকোনা কদমতলা—এই তিনটি গ্রামকে আলোকিত করার অঙ্গীকার নিয়ে ‘নবদিগন্ত ফেডারেশন’ স্থাপন করেছে ৪০টি বৈদ্যুতিক লাইট। এলাকাবাসীর নিরাপত্তা ও চলাচলের সুবিধার্থে প্রায় ৫ লাখ টাকা ব্যয়ে এই জনকল্যাণমূলক প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। আয়োজকেরা জানান, এই সম্পূর্ণ প্রকল্পটি দেশে ও প্রবাসে অবস্থানরত স্থানীয় ব্যক্তিদের অর্থায়নে সম্পন্ন হয়েছে। প্রবাসী সদস্যদের আন্তরিক সহযোগিতা এবং স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় তিনটি গ্রাম আলোকিত হয়ে উঠেছে। ভবিষ্যতে এমন জনহিতকর উদ্যোগ চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে ফেডারেশন ঘোষণা করেছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাতে নবদিগন্ত ফেডারেশনের আয়োজনে এলাকার বিশিষ্টজন ও সাধারণ জনগণের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বৈদ্যুতিক লাইটিংয়ের শুভ উদ্বোধন করা হয়। নবদিগন্ত ফেডারেশনের সভাপতি মো. রাজু মিয়া মাস্টারের সভাপতিত্বে এবং সংগঠক এম আহমেদ আমিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী শাহাদাত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী নোয়াব আলী, জাগরণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হাসানুজ্জামান মিলন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মশিউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। স্থানীয় বায়তুল জান্নাত জামে মসজিদের খতিব মাওলানা নুরুল ইসলামের দোয়ার মধ্যদিয়ে জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিশ্বনাথে তিনটি গ্রাম আলোকিত করল নবদিগন্ত ফেডারেশন

আপডেট সময় ০৯:৫১:০৪ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

সিলেটের বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ সদর ইউনিয়নের আওতাধীন নাজির বাজারের পশ্চিম, মোহাম্মদপুর মোল্লাবাড়ি ও তাতীকোনা কদমতলা—এই তিনটি গ্রামকে আলোকিত করার অঙ্গীকার নিয়ে ‘নবদিগন্ত ফেডারেশন’ স্থাপন করেছে ৪০টি বৈদ্যুতিক লাইট। এলাকাবাসীর নিরাপত্তা ও চলাচলের সুবিধার্থে প্রায় ৫ লাখ টাকা ব্যয়ে এই জনকল্যাণমূলক প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। আয়োজকেরা জানান, এই সম্পূর্ণ প্রকল্পটি দেশে ও প্রবাসে অবস্থানরত স্থানীয় ব্যক্তিদের অর্থায়নে সম্পন্ন হয়েছে। প্রবাসী সদস্যদের আন্তরিক সহযোগিতা এবং স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় তিনটি গ্রাম আলোকিত হয়ে উঠেছে। ভবিষ্যতে এমন জনহিতকর উদ্যোগ চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে ফেডারেশন ঘোষণা করেছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাতে নবদিগন্ত ফেডারেশনের আয়োজনে এলাকার বিশিষ্টজন ও সাধারণ জনগণের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বৈদ্যুতিক লাইটিংয়ের শুভ উদ্বোধন করা হয়। নবদিগন্ত ফেডারেশনের সভাপতি মো. রাজু মিয়া মাস্টারের সভাপতিত্বে এবং সংগঠক এম আহমেদ আমিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী শাহাদাত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী নোয়াব আলী, জাগরণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হাসানুজ্জামান মিলন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মশিউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। স্থানীয় বায়তুল জান্নাত জামে মসজিদের খতিব মাওলানা নুরুল ইসলামের দোয়ার মধ্যদিয়ে জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।