
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের উদ্যোগে জেলা পর্যায়ে এ্যাথলেটিকস বাছাই পর্ব আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ কক্সবাজারের সকল কলেজের প্রতিযোগীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ পনেরো বছর পর কক্সবাজার সরকারি কলেজ মাঠে এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাং আমিরুল আনোয়ার চৌধুরী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ড. মোহাম্মদ সরোয়ার আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মুহাম্মদ উল্লাহ এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম কর্তৃক আয়োজিত আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগীতা-২০২৫ এর আয়োজক কমিটির আহবায়ক নাজিম উদ্দীনসহ জেলার বিভিন্ন কলেজ থেকে আগত প্রতিনিধিরা। মোট আঠারোটি ইভেন্টে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বাছাইয়ে উত্তীর্ণ প্রতিযোগীরা আগামী ৮ ডিসেম্বর, ২০২৫ তারিখে চট্টগ্রাম সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল পর্বে অংশগ্রহণ করবে।

মোস্তফা জামান চৌধুরী (ফরহাদ), কক্সবাজার : 


















