
রাজশাহী, ২০ জুলাই ২০২৫:
বীর মুক্তিযোদ্ধার সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও মানবাধিকার কর্মী মোঃ জাবেদ আলী, রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ২২ নম্বর ওয়ার্ডের তরুণ কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে শুধু মানবসেবাই নয়, পরিবেশ সুরক্ষায়ও নিরলস কাজ করে চলেছেন। এরই ধারাবাহিকতায় আজ রবিবার (২০ জুলাই) তিনি রাজশাহী বরেন্দ্র মহাবিদ্যালয়ে একটি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন। এ সময় কলেজটির অধ্যক্ষ জনাব রনজিৎ কুমার সাহা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।
বেলা ১২টায় শুরু হওয়া এই কর্মসূচিতে জাবেদ আলী বলেন, “গাছ আমাদের পরিবেশ বাঁচায়, আর মুক্তিযোদ্ধারা আমাদের দেশ বাঁচিয়েছে। আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে জাতির কল্যাণে কিছু করার ইচ্ছে থেকেই এই কর্মসূচি হাতে নিয়েছি। ভবিষ্যৎ প্রজন্ম যেন গাছ লাগায়, দেশকে ভালোবাসে—সেই চেতনা গড়ে তুলতেই আমার এই প্রচেষ্টা।”
অধ্যক্ষ রনজিৎ কুমার সাহা জাবেদ আলীর এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “এই তরুণ সমাজসেবক শুধু রাজনীতি নয়, পরিবেশ রক্ষার বিষয়েও যত্নবান—এমন দৃষ্টান্ত শিক্ষার্থীদের জন্য খুবই অনুপ্রেরণাদায়ক।”
একই দিনে জাবেদ আলী রাজশাহী ভোলানাথ বিবি হিন্দু একাডেমি এবং কুমারপাড়া পদ্মা মন্দিরের পাশেও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন।
উল্লেখ্য, মোঃ জাবেদ আলী গত কয়েকদিন আগে রাজশাহী টিকাপাড়া গোরস্থান থেকে এই বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেন। ধাপে ধাপে তিনি রাজশাহীর বিভিন্ন এলাকায় পরিবেশ রক্ষায় জনসচেতনতা বাড়াতে এবং সবুজায়নে অবদান রাখতে গাছ লাগিয়ে চলেছেন।
এই সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী তাঁর এই মহতী কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং জাবেদ আলীকে তাঁর উদ্যোগের জন্য সাধুবাদ জানান।
নিজস্ব প্রতিবেদক : 























