
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন সোহেল এর সভাপতিত্বে বুধবার (২৯ মে) বেলা ১২ টায় উপজেলা পরিষদ হল রুমে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা খামার বাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরেরর প্রশিক্ষণ অফিসার মোছা: শামীমা নাজনীন।
বিষেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার সঙ্গয় দেবনাথ, ঠাকুরগাঁও খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক জাহাঙ্গীর আলম।
এসময় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, কৃষক, কৃষাণীসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার মোছা: শামীমা নাজনীন বলেন, উত্তম কৃষি চর্চায় কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান, জমির মাটি পরিক্ষার মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদনসহ বিভিন্ন বিষয়ে ধারনা প্রদান এবং কৃষকদের করণীয় বর্ননা করেন। এছাড়া পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে প্রাপ্ত ধারনা প্রতিবেশী সকল কৃষকদের নিকট ছড়িয়ে দিতে অনুষ্ঠানে অংশগ্রহনকারীদের প্রতি আহবান জানান।