ঢাকা ০৯:০১ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
সিরাজগঞ্জে বিএনপি প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুকে বিশাল গণসংবর্ধনা গাসিকের সাবেক কাউন্সিলর ও আ.লীগ নেতা মীর ওসমান গনি কাজল গ্রেফতার ভাঙ্গায় বিপুল পরিমাণ হাতবোমা ও পেট্রোল বোমাসহ তিন যুবক আটক নীলফামারীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন মান্দায় বিএনপির প্রার্থী ডা. টিপুর বিরুদ্ধে তীব্র বিক্ষোভ ও মানববন্ধন রংপুরে নারী সেনাসদস্য সেজে প্রতারণা, নাজমুল নামে এক যুবক আটক নাশকতার সন্দেহে অভিযান : সাবেক শিক্ষামন্ত্রী মহিবুলের চট্টগ্রাম বাসভবনে পুলিশ, আটক ৭ ঈশ্বরদীতে গোল্ডেন এ প্লাস পাওয়া শিক্ষার্থীকে ল্যাপটপ প্রদান করলেন – হাবিবুর রহমান হাবিব গ্রামীণ টেলিকম ট্রাস্টের রিসোর্টে বোতল বোমা নিক্ষেপ ধামইরহাটে ইটভাটা বন্ধের প্রতিবাদে মালিক-শ্রমিকদের মানববন্ধন

শনিবার মায়ামির মাঠে হবে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ প্লেঅফ ম্যাচ।: মেসি ম্যাজিকও ব্যর্থ : প্লেঅফ ফয়সালা তৃতীয় ম্যাচে

  • স্পোর্টস ডেস্ :
  • আপডেট সময় ০১:৩০:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

মেজর লিগ সকারের প্লেঅফের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ম্যাচে শেষ মুহূর্তের দুর্দান্ত গোলের পরও ইন্টার মায়ামি হেরে যায়। ফেভারিট মায়ামিকে ২-১ গোলে হারিয়ে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে ন্যাশভিল এসসি। এর ফলে প্লেঅফের ভাগ্য নির্ধারিত হবে তৃতীয় ও শেষ ম্যাচে, যা অনুষ্ঠিত হবে মায়ামির মাঠে।

ম্যাচের ৯০তম মিনিটে মায়ামি অধিনায়ক লিওনেল মেসি দুর্দান্ত এক গোল করে সমতা ফেরানোর আশা জাগালেও, যোগ করা সময়ে জয়কে নিশ্চিত করতে পারেননি। এর আগে ন্যাশভিল দীর্ঘ ১০ ম্যাচে মায়ামির বিরুদ্ধে জয় পায়নি। মেজর লিগ সকারের প্লেঅফের দ্বিতীয় রাউন্ডে এই ২-১ গোলে জয় ছিল ন্যাশভিলের জন্য বড় সাফল্য, যা ২০২৩ সালের মে মাসের পর মায়ামির বিপক্ষে তাদের প্রথম জয়।

প্রথম প্লেঅফ ম্যাচে গত ২৫ অক্টোবর মায়ামি ৩-১ গোলে জিতেছিল। দ্বিতীয় ম্যাচে ন্যাশভিলের জয়ের ফলে তৃতীয় প্লেঅফের উত্তেজনা আরও বেড়েছে।

এই ম্যাচে মায়ামির আক্রমণ যথেষ্ট কার্যকর ছিল না। তারা ৬১ শতাংশ সময় বল নিয়ন্ত্রণে রেখেছিল এবং ১১টি শট নিয়েছিল, যার মধ্যে মাত্র তিনটি শটে লক্ষ্যভেদ ছিল। মোটে দুটি কর্নার আদায় করতে সক্ষম হয়। প্রথম ৬৫ মিনিটে ন্যাশভিলের গোলকিপার জো উইলিসকে কোনো সেভ করতে হয়নি।

ঘরের মাঠে ন্যাশভিল এগিয়ে যায় ম্যাচের নবম মিনিটেই। মায়ামির গোলকিপার রোকো রিওস নোভো বক্সের ভেতর স্যাম সারিজকে ফাউল করলে পেনাল্টি দেওয়া হয়। নিয়মিত মৌসুমে ২৪ গোল করা সারিজ সহজেই পেনাল্টি থেকে গোল করেন। প্রথমার্ধের শেষের দিকে কর্নার থেকে জশ বাউয়ার গোল করেন, ফলে ন্যাশভিল ২-০ এগিয়ে যায়।

মায়ামি প্রথম আক্রমণ ৬৬তম মিনিটে পায়। জর্দি আলবার ক্রস থেকে লুইস সুয়ারেসের শট ন্যাশভিলের গোলকিপার রোধ করেন। পরবর্তী সুযোগে মেসি ৮৬তম মিনিটে শট করতে ব্যর্থ হন। তবে ম্যাচের ৯০তম মিনিটে রদ্রিদো দে পলের পাসে বক্সের কোণ থেকে ফাঁকা জায়গায় গোল করে সমতা ফেরানোর চেষ্টা করেন মেসি।

শেষ পর্যন্ত মায়ামি আর সমতা রক্ষা করতে পারেনি। এখন তৃতীয় প্লেঅফেই দুই দলের ভাগ্য নির্ধারিত হবে।

গত মৌসুমে নিয়মিত মৌসুমে পয়েন্টের রেকর্ড গড়ার পরও মায়ামি প্রথম রাউন্ডে আটলান্টা ইউনাইটেডের কাছে হেরে বাদ পড়েছিল। ন্যাশভিল প্লেঅফের প্রথম রাউন্ড অতিক্রম করতে পারেনি ২০২১ সালের পর। এবার তৃতীয় ম্যাচে কারা শেষ হাসি হাসবে, সেটাই দেখার বিষয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

বার্তা বিভাগ

মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক নববাণী পত্রিকার জন্য সকল জেলা উপজেলায় সংবাদ কর্মী আবশ্যকঃ- আগ্রহীরা আজই আবেদন করুন। মেইল: [email protected]
জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে বিএনপি প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুকে বিশাল গণসংবর্ধনা

শনিবার মায়ামির মাঠে হবে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ প্লেঅফ ম্যাচ।: মেসি ম্যাজিকও ব্যর্থ : প্লেঅফ ফয়সালা তৃতীয় ম্যাচে

আপডেট সময় ০১:৩০:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫

মেজর লিগ সকারের প্লেঅফের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ম্যাচে শেষ মুহূর্তের দুর্দান্ত গোলের পরও ইন্টার মায়ামি হেরে যায়। ফেভারিট মায়ামিকে ২-১ গোলে হারিয়ে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে ন্যাশভিল এসসি। এর ফলে প্লেঅফের ভাগ্য নির্ধারিত হবে তৃতীয় ও শেষ ম্যাচে, যা অনুষ্ঠিত হবে মায়ামির মাঠে।

ম্যাচের ৯০তম মিনিটে মায়ামি অধিনায়ক লিওনেল মেসি দুর্দান্ত এক গোল করে সমতা ফেরানোর আশা জাগালেও, যোগ করা সময়ে জয়কে নিশ্চিত করতে পারেননি। এর আগে ন্যাশভিল দীর্ঘ ১০ ম্যাচে মায়ামির বিরুদ্ধে জয় পায়নি। মেজর লিগ সকারের প্লেঅফের দ্বিতীয় রাউন্ডে এই ২-১ গোলে জয় ছিল ন্যাশভিলের জন্য বড় সাফল্য, যা ২০২৩ সালের মে মাসের পর মায়ামির বিপক্ষে তাদের প্রথম জয়।

প্রথম প্লেঅফ ম্যাচে গত ২৫ অক্টোবর মায়ামি ৩-১ গোলে জিতেছিল। দ্বিতীয় ম্যাচে ন্যাশভিলের জয়ের ফলে তৃতীয় প্লেঅফের উত্তেজনা আরও বেড়েছে।

এই ম্যাচে মায়ামির আক্রমণ যথেষ্ট কার্যকর ছিল না। তারা ৬১ শতাংশ সময় বল নিয়ন্ত্রণে রেখেছিল এবং ১১টি শট নিয়েছিল, যার মধ্যে মাত্র তিনটি শটে লক্ষ্যভেদ ছিল। মোটে দুটি কর্নার আদায় করতে সক্ষম হয়। প্রথম ৬৫ মিনিটে ন্যাশভিলের গোলকিপার জো উইলিসকে কোনো সেভ করতে হয়নি।

ঘরের মাঠে ন্যাশভিল এগিয়ে যায় ম্যাচের নবম মিনিটেই। মায়ামির গোলকিপার রোকো রিওস নোভো বক্সের ভেতর স্যাম সারিজকে ফাউল করলে পেনাল্টি দেওয়া হয়। নিয়মিত মৌসুমে ২৪ গোল করা সারিজ সহজেই পেনাল্টি থেকে গোল করেন। প্রথমার্ধের শেষের দিকে কর্নার থেকে জশ বাউয়ার গোল করেন, ফলে ন্যাশভিল ২-০ এগিয়ে যায়।

মায়ামি প্রথম আক্রমণ ৬৬তম মিনিটে পায়। জর্দি আলবার ক্রস থেকে লুইস সুয়ারেসের শট ন্যাশভিলের গোলকিপার রোধ করেন। পরবর্তী সুযোগে মেসি ৮৬তম মিনিটে শট করতে ব্যর্থ হন। তবে ম্যাচের ৯০তম মিনিটে রদ্রিদো দে পলের পাসে বক্সের কোণ থেকে ফাঁকা জায়গায় গোল করে সমতা ফেরানোর চেষ্টা করেন মেসি।

শেষ পর্যন্ত মায়ামি আর সমতা রক্ষা করতে পারেনি। এখন তৃতীয় প্লেঅফেই দুই দলের ভাগ্য নির্ধারিত হবে।

গত মৌসুমে নিয়মিত মৌসুমে পয়েন্টের রেকর্ড গড়ার পরও মায়ামি প্রথম রাউন্ডে আটলান্টা ইউনাইটেডের কাছে হেরে বাদ পড়েছিল। ন্যাশভিল প্লেঅফের প্রথম রাউন্ড অতিক্রম করতে পারেনি ২০২১ সালের পর। এবার তৃতীয় ম্যাচে কারা শেষ হাসি হাসবে, সেটাই দেখার বিষয়।