
বরগুনার আমতলীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে স্থানীয় প্রভাবশালীদের দোকান ও বসতবাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে।
জানা গেছে, আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের ২০ নম্বর পূর্ব কেওয়াবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে নিয়েছেন স্থানীয় প্রভাবশালী ইউছুফ হাওলাদার, আলতাফ হাওলাদার, হালিম হাওলাদার, মোতালেব হাওলাদার, হাবিবুর রহমান, আবু বকর, পাশা মিয়া ও গিয়াস উদ্দিন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খাদিজা বেগম সম্প্রতি উপজেলা শিক্ষা কর্মকর্তার বরাবর লিখিত আবেদন করে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবি জানান। তবে এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৬৫ সালে বিদ্যালয়টি কমিউনিটি স্কুল হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৭৩ সালে জাতীয়করণ করা হয়। প্রতিষ্ঠাকালীন সময়ে মৃত মৌজে আলী হাওলাদার ও মৃত কাছেম আলী হাওলাদার বিদ্যালয়ের নামে ৬২ শতাংশ জমি দলিল করে দেন।
তবে বর্তমানে বিদ্যালয়ের মূল জমির প্রায় অর্ধেক অংশ স্থানীয় প্রভাবশালীরা দখল করে রেখেছেন। কেউ সেখানে টিনসেট ঘর, কেউ দালান, আবার কেউ দোকানঘর নির্মাণ করে বসবাস ও ব্যবসা পরিচালনা করছেন।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা বিদ্যালয়ের জমি দ্রুত দখলমুক্ত করে শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।
আমতলী (বরগুনা) প্রতিনিধি : 


















