
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সরকারি জমিতে অনুমোদন ছাড়া ভবন নির্মাণের অভিযোগে প্রশাসনের অভিযানে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রবিবার (১ নভেম্বর) দুপুরে সরিষাবাড়ী পৌরসভার মুক্তিযোদ্ধা সংসদ মোড়ে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক লিজা রিছিল।
অভিযান চলাকালে অনুমোদনবিহীনভাবে নির্মাণাধীন ভবন পরিদর্শন করে নির্মাণকাজ অবিলম্বে বন্ধের নির্দেশ দেন তিনি। পাশাপাশি সরকারি জমিতে পৌরসভার অনুমতি ছাড়াই ভবন নির্মাণ ও ভাড়া দেওয়ার অভিযোগে স্থানীয় বাসিন্দা লক্ষী চান চৌধুরীর কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সরিষাবাড়ী থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত এই প্রশাসনিক অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ও সন্তোষের সৃষ্টি হয়।
স্থানীয় জনসাধারণ বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় প্রশাসনের এই পদক্ষেপ অত্যন্ত প্রশংসনীয়। এটি ভবিষ্যতে অবৈধ দখল ও অনুমোদনহীন নির্মাণ রোধে দৃষ্টান্ত হিসেবে কাজ করবে।
মোঃ মোশারফ হোসেন সরকার : 



















