ঢাকা ০২:৩২ অপরাহ্ন, সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ ব্রেকিং_নিউজ : পাবনায় ছেলের হাতে বাবা খু/ন শনিবার মায়ামির মাঠে হবে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ প্লেঅফ ম্যাচ।: মেসি ম্যাজিকও ব্যর্থ : প্লেঅফ ফয়সালা তৃতীয় ম্যাচে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরুতেই সমাপ্ত গত আসেরর রানার্সআপ, বিপিএল থেকে সরে দাঁড়ালো কোন জটিলতায়?: বিপিএল ছাড়ল চিটাগং কিংস : কারণ জানাল বিসিবি ফরিদপুর পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ অনুষ্ঠান বৈরী আবহাওয়ায় দুশ্চিন্তায় নীলফামারীর আলু চাষিরা গাজীপুরে রনি হত্যার প্রধান আসামি গ্রেফতার শাহজাদপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ১ জন নিহত, ১ জন আহত ধামইরহাটে বন্ধনের আয়োজনে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত

টেস্ট দলের অধিনায়ক লিটন কুমার দাস

বাংলাদেশ ক্রিকেট দলের নতুন টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লিটন কুমার দাস। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একাধিক পরিচালক সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সম্প্রতি ঢাকার একটি পাঁচতারকা হোটেলে বিপিএল ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে মতবিনিময় সভার ফাঁকে অনুষ্ঠিত এক বিশেষ বৈঠকে লিটনকে আপৎকালীন টেস্ট অধিনায়ক করার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে সহসভাপতি ফারুক আহমেদ, ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং পরিচালক আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।

জানা গেছে, বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল নতুন টেস্ট অধিনায়ক নির্বাচন। এ দায়িত্বের জন্য বিসিবির প্রথম পছন্দ ছিলেন অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক। ২০১৯ সালে সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার পর ক্রান্তিকালে দলকে নেতৃত্ব দিয়ে নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের অভিজ্ঞতা রয়েছে তাঁর। তবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিতে তাঁকে প্রস্তাব দেওয়া হলেও তিনি তা প্রত্যাখ্যান করেছেন বলে সমকালকে নিশ্চিত করেছেন মুমিনুল।

অন্যদিকে, নাজমুল হোসেন শান্তকে টেস্ট অধিনায়ক হিসেবে বিবেচনা করা হয়নি, আর ওয়ানডেতে নেতৃত্ব নিয়ে সমালোচনার মুখে থাকা মেহেদী হাসান মিরাজকেও এই দায়িত্বে দেখার পক্ষে ছিল না বিসিবি। ফলে শেষ পর্যন্ত লিটন কুমার দাসের ওপরই আস্থা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে একজন পরিচালক লিটনের অধারাবাহিকতা এবং মাঝে মধ্যে দলে না থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তবুও, বিসিবির অভ্যন্তরীণ আলোচনায় তাঁর নেতৃত্বদানের সক্ষমতা ও অভিজ্ঞতাকেই প্রাধান্য দেওয়া হয়েছে।

সভায় উপস্থিত এক পরিচালক জানান, এটি ছিল ক্রিকেটীয় বিষয়ে আলোচনা করার একটি বৈঠক, যেখানে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি। ক্রিকেট পরিচালনা বিভাগে উপকমিটি গঠনের প্রসঙ্গে জানতে চাইলে নাজমুল আবেদীন বলেন, এ ধরনের কোনো আলোচনা হয়নি। বরং তিনি জানান, বোর্ডের স্ট্যান্ডিং কমিটির শূন্যপদগুলো শিগগিরই পূরণ করা হবে।

উল্লেখ্য, গাজী আশরাফ হোসেন লিপু চেয়ারম্যান থাকাকালে ক্রিকেট পরিচালনা বিভাগের একটি টেকনিক্যাল কমিটি ছিল, যা কেন্দ্রীয় চুক্তি, জাতীয় দল নির্বাচক প্যানেল, কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফ নিয়োগের বিষয়ে সুপারিশ করত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

বার্তা বিভাগ

মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক নববাণী পত্রিকার জন্য সকল জেলা উপজেলায় সংবাদ কর্মী আবশ্যকঃ- আগ্রহীরা আজই আবেদন করুন। মেইল: [email protected]
জনপ্রিয় সংবাদ

শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ

টেস্ট দলের অধিনায়ক লিটন কুমার দাস

আপডেট সময় ১২:৫৬:৪০ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫

বাংলাদেশ ক্রিকেট দলের নতুন টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লিটন কুমার দাস। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একাধিক পরিচালক সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সম্প্রতি ঢাকার একটি পাঁচতারকা হোটেলে বিপিএল ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে মতবিনিময় সভার ফাঁকে অনুষ্ঠিত এক বিশেষ বৈঠকে লিটনকে আপৎকালীন টেস্ট অধিনায়ক করার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে সহসভাপতি ফারুক আহমেদ, ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং পরিচালক আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।

জানা গেছে, বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল নতুন টেস্ট অধিনায়ক নির্বাচন। এ দায়িত্বের জন্য বিসিবির প্রথম পছন্দ ছিলেন অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক। ২০১৯ সালে সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার পর ক্রান্তিকালে দলকে নেতৃত্ব দিয়ে নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের অভিজ্ঞতা রয়েছে তাঁর। তবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিতে তাঁকে প্রস্তাব দেওয়া হলেও তিনি তা প্রত্যাখ্যান করেছেন বলে সমকালকে নিশ্চিত করেছেন মুমিনুল।

অন্যদিকে, নাজমুল হোসেন শান্তকে টেস্ট অধিনায়ক হিসেবে বিবেচনা করা হয়নি, আর ওয়ানডেতে নেতৃত্ব নিয়ে সমালোচনার মুখে থাকা মেহেদী হাসান মিরাজকেও এই দায়িত্বে দেখার পক্ষে ছিল না বিসিবি। ফলে শেষ পর্যন্ত লিটন কুমার দাসের ওপরই আস্থা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে একজন পরিচালক লিটনের অধারাবাহিকতা এবং মাঝে মধ্যে দলে না থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তবুও, বিসিবির অভ্যন্তরীণ আলোচনায় তাঁর নেতৃত্বদানের সক্ষমতা ও অভিজ্ঞতাকেই প্রাধান্য দেওয়া হয়েছে।

সভায় উপস্থিত এক পরিচালক জানান, এটি ছিল ক্রিকেটীয় বিষয়ে আলোচনা করার একটি বৈঠক, যেখানে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি। ক্রিকেট পরিচালনা বিভাগে উপকমিটি গঠনের প্রসঙ্গে জানতে চাইলে নাজমুল আবেদীন বলেন, এ ধরনের কোনো আলোচনা হয়নি। বরং তিনি জানান, বোর্ডের স্ট্যান্ডিং কমিটির শূন্যপদগুলো শিগগিরই পূরণ করা হবে।

উল্লেখ্য, গাজী আশরাফ হোসেন লিপু চেয়ারম্যান থাকাকালে ক্রিকেট পরিচালনা বিভাগের একটি টেকনিক্যাল কমিটি ছিল, যা কেন্দ্রীয় চুক্তি, জাতীয় দল নির্বাচক প্যানেল, কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফ নিয়োগের বিষয়ে সুপারিশ করত।