
খুব শীঘ্রই হাটহাজারী ট্রমা সেন্টারের কার্যক্রমের উদ্বোধন হবে। শনিবার পৌরসভার কাচারী সড়কস্থ ট্রমা সেন্টার পরিদর্শন শেষে আশ্বস্ত করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও স্বাস্থ্য উপদেষ্টার একান্ত সচিব ড. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম।
এবিষয়ে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তাপস কান্তি মজুমদার বিষয়টি প্রতিবেদককে নিশ্চিত করে বলেন, হাটিহাজারীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবার পথে। ট্রমা সেন্টারের কার্যক্রম শুরু হলে হাটহাজারীসহ তিন পার্বত্য জেলার মানুষ উপকৃত হবে। তবে সরাসরি সরকারের পক্ষ থেকে এখনো ট্রমা সেন্টারের জনবল নিয়োগ না দিলেও আপাতত ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসক, নার্স, ওয়ার্ডবয় সহ প্রয়োজনীয় জনবল দেয়া হবে। জনবল নিয়োগের জন্য বার বার লিখা হয়েছে। সরকারের পক্ষ থেকে জনবল নিয়োগ হলে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তাদের উপর দায়িত্ব ন্যস্ত করবেন। এর আগে যুগ্ম সচিব হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।
এসময় চট্টগ্রামের সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর আলম, ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোসলেহ উদ্দিন সবুজ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত ব্যক্তিদের চিকিৎসার্থে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি)’র বাস্তবায়নে বিগত ৪ এপ্রিল ২০২১ সালে প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে কয়েকতলা বিশিষ্ট এ ট্রমা সেন্টার উদ্বোধন হয়। ভবন উদ্বোধনের সাড়ে চার বছর পার হলেও এখনো জনবল নিয়োগ দেয়া হয়নি।
আবুল মনছুর, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি : 



















