
জলবায়ু পরিবর্তনের প্রভাব ও বাস্তবতা তুলে ধরতে সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ডাটা ভিত্তিক জলবায়ু প্রতিবেদন তৈরির প্রশিক্ষণ বরগুনায় অনুষ্ঠিত হয়।
বুধবার (১০ সেপ্টেম্বর) বরগুনা প্রেসক্লাবে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশন ও ডাটাফুল আয়োজিত প্রশিক্ষণের শুভেচ্ছা বক্তব্য রাখেন বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ। প্রশিক্ষণে জেলায় কর্মরত বিভিন্ন গুরুত্বপূর্ণ গণমাধ্যমের ২০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে সাংবাদিকদের জলবায়ু প্রবণতা, প্রাকৃতিক বিপর্যয়, জলবায়ু অর্থনীতি এবং ডেটা বিশ্লেষণ ও ভিজ্যুয়াল উপস্থাপনার কৌশল শেখানো হয়।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা ডাটাফুলের ডাটা এডিটর মোঃ আলমগীর হাসান ও ডিজাইন ইনফোগ্রাফিক প্রধান মোঃ মোতাসিম বিল্লাহ।
অংশগ্রহণকারীরা জলবায়ু ডেটা সংগ্রহ, যাচাই, রিপোর্টিং কাঠামো ও ইনফোগ্রাফিক তৈরির হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।
আয়োজকরা জানান, ভবিষ্যতে আরও অঞ্চলভিত্তিক প্রশিক্ষণের পরিকল্পনা রয়েছে, যাতে স্থানীয় সাংবাদিকরা জলবায়ু সংকটের বাস্তব চিত্র তুলে ধরতে পারেন।
জাকিয়া সুলতানা বরগুনা জেলা প্রতিনিধি 























