
গত ৭ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া হবিগঞ্জের চাঞ্চল্যকর অপহরণ ও নির্যাতনের ঘটনায় আরও ৫ নারী আসামীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৭ জুলাই) হবিগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাঁকন দে-এর আদালতে এই আদেশ দেওয়া হয়।
জানা যায়, ফিল্মি স্টাইলে নাছিমা নামের এক নারীকে অপহরণ করে নির্যাতনের একটি ভিডিও গত ৭ জুলাই ভাইরাল হয়। এ ঘটনায় অপহৃত নাছিমার ভাই ছালেক মিয়া বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় ১১ জনকে আসামী করে অপহরণ ও নির্যাতনের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। পুলিশ ইতোমধ্যে ৩ জনকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার রিনা আক্তার, মিনা আক্তার, পান্না আক্তার, লুবনা আক্তার, ও সাহেদা আক্তার নামের ৫ জন নারী আসামী আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। বাদী পক্ষের আইনজীবী জি এম শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।
এই ঘটনায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং মামলার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে।
মোঃ কামাল মিয়া, সিলেট ব্যুরোঃ 

























