
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার অলিপুর এলাকায় সিলেট জেলা হাইওয়ে রোডের সার্কেল অফিসারের উপস্থিতিতে এবং সেনাবাহিনীর হবিগঞ্জ জেলা টিমের তত্ত্বাবধানে এক অভিযান পরিচালিত হয়েছে। এ অভিযানে অলিপুর এলাকার বিভিন্ন অবৈধ দোকানপাট ও স্থাপনা ভাঙচুর করা হয়। এ সময় শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এবং শায়েস্তাগঞ্জ থানার ওসি দিলীপ কুমার কান্ত উপস্থিত ছিলেন।
অভিযানের উদ্দেশ্য ছিল অবৈধ দখলদারিত্ব উচ্ছেদ করে যান চলাচল ও জনচলাচল স্বাভাবিক রাখা। তবে, স্থানীয়দের মতে অলিপুরের এই উচ্ছেদ অভিযান এক বিতর্কিত ধারাবাহিকতার অংশ। প্রতি বছরই এক থেকে দুইবার এই এলাকায় অবৈধ স্থাপনা ভাঙা হয়, কিন্তু পরদিনই আবারও দখলদাররা একই স্থানে দোকান বসিয়ে ফেলে। এর ফলে প্রশাসনের প্রচেষ্টা বারবারই প্রশ্নবিদ্ধ হচ্ছে।
এছাড়াও, অভিযোগ উঠেছে যে, অলিপুরের কিছু নির্দিষ্ট অবৈধ স্থাপনা ভাঙা হলেও, অন্যান্য অনেক অবৈধ দোকানপাট এখনও অক্ষত রয়েছে। এই বৈষম্যমূলক উচ্ছেদ অভিযান নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে মনে করেন, যদি একটি সুসংগঠিত এবং স্থায়ী সমাধান না করা হয়, তাহলে এই উচ্ছেদ অভিযান শুধু একটি লোকদেখানো কার্যক্রমে পরিণত হবে।
প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা পরবর্তী পদক্ষেপের বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। তবে স্থানীয়রা দাবি করছেন, অলিপুরের মতো গুরুত্বপূর্ণ স্থানে অবৈধ দখলদারিত্ব বন্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা এবং নিয়মিত তদারকি জরুরি।
মোঃ কামাল মিয়া, সিলেট ব্যুরোঃ 
























