
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় মার্চ মাসে উদ্ধার হওয়া ৫৯টি মোবাইল ফোন আজ তাদের প্রকৃত মালিকদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
আজ ০৭ এপ্রিল ২০২৫ খ্রিষ্টাব্দ বেলা ১২.০০ টায় রাজশাহীর আরএমপি সদর দপ্তরে মোবাইল হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মোবাইল ফোনের প্রকৃত মালিকগণ এবং উদ্ধার কাজে নিয়োজিত অফিসারবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয় ৩২টি মোবাইল ফোন নিজ হাতে মালিকদের কাছে হস্তান্তর করেন। বাকি ২৭টি মোবাইল ফোন আরএমপির অন্যান্য থানা থেকে উদ্ধার করে সংশ্লিষ্ট মালিকদের কাছে ইতোমধ্যেই হস্তান্তর করা হয়েছে।
এসব ফোন রাজশাহী মহানগরী ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে হারিয়ে গিয়েছিল এবং সংশ্লিষ্ট থানায় করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে সেগুলো উদ্ধারে অভিযান চালানো হয়। আধুনিক প্রযুক্তির সহায়তায় আরএমপির সাইবার ক্রাইম ইউনিট এসব ফোন শনাক্ত করে উদ্ধার করতে সক্ষম হয়।
পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, সাইবার ক্রাইম ইউনিট প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে নাগরিকদের হারানো মোবাইল উদ্ধার করছে যা পুলিশের জনগণের প্রতি দায়বদ্ধতার প্রতিফলন। ২-৩ বছর আগের হারানো ফোনও তারা উদ্ধার করেছে, এটি আমাদের বড় অর্জন। রাজশাহীকে একটি নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
তিনি আরও বলেন, আপনারা আজ আপনাদের হারানো মোবাইল ফোনটি ফেরত পেয়েছেন। আশা করি, আপনারা সামাজিক মাধ্যমে একটি বার্তা দিবেন, আমি আমার হারানো মোবাইল ফোনটি ফিরে পেয়েছি। মোবাইল চুরি করে বা চোরাই মোবাইল কেনাবেচা করে কেউ এখন আর পার পাবে না। আপনার এই বার্তা অন্যদের সচেতন করবে এবং অপরাধীদের জন্য একটি সতর্কবার্তা হয়ে উঠবে।
মোবাইল ফেরত পাওয়া মালিকরা পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন উদ্যোগকে সাধুবাদ জানান। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও পুলিশের এমন সহায়তা অব্যাহত থাকবে এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ জনগণের আস্থার প্রতীক হয়ে থাকবে।
 
																			 রুবেল সরকার সিনিয়র স্টাফ রিপোর্টার
																রুবেল সরকার সিনিয়র স্টাফ রিপোর্টার								 























