
টাঙ্গাইলের নাগরপুরে মরহুম আব্দুর রহমান খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে লাড়ুগ্রাম মাঠে লাড়ুগ্রাম যুব কল্যাণ সংঘের উদ্যোগে এ খেলাটির আয়োজন করা হয়।
খেলায় সভাপতিত্ব করেন হাজী মো. ছিদ্দিকুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোকনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান কোকা। খেলাটি উদ্বোধন করেন পিএস টু পিডি, বিআরডিবি মো. আমিনুল ইসলাম খান।
এ সময় আরও উপস্থিত ছিলেন পাকুটিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফাইনাল খেলায় কলিয়া ক্রীড়া ও সমাজকল্যাণ যুব সংঘ ১-০ গোলে সাটুরিয়া নিরিবিলি ইয়াং স্টার একাদশকে পরাজিত করে।
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : 


















