
বগুড়ার ধুনটে চরম রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন যুবদল নেতা বিপুল হাসান (৩২)। পূর্বপরিকল্পিতভাবে প্রকাশ্যে সরকারি রাস্তায় লোহার রড দিয়ে পিটিয়ে তার ডান হাতের কব্জি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সরকারি দলের তিন কর্মীর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় যুবদল নেতা বিপুল হাসান বর্তমানে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যন্ত্রণায় কাতরাচ্ছেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১০টার দিকে ধুনট উপজেলার চাঁন্দারপাড়া মোড় এলাকায় এই বর্বরোচিত ঘটনাটি ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও এজাহার সূত্রে জানা যায়, উপজেলা যুবদল নেতা সাইদুজ্জামান নোমান ও বিপুল হাসান একটি অটোভ্যানে করে ধুনট বাজারে যাচ্ছিলেন। এ সময় আওয়ামী লীগ কর্মী রফিকুল ইসলাম, রকিব উদ্দিন ওরফে রব্বানী এবং লিটন রানা আগে থেকেই চাঁন্দারপাড়া মোড়ে মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে ওঁত পেতেছিলেন।
যুবদল নেতারা সেখানে পৌঁছানো মাত্রই হামলাকারীরা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে অত্যন্ত অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করে। এতে যুবদল নেতা বিপুল হাসান প্রতিবাদ জানালে আওয়ামী লীগ কর্মী রফিকুল ইসলাম আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং অতর্কিতভাবে লোহার রড দিয়ে বিপুল হাসানের ওপর পৈশাচিক হামলা চালান। রডের আঘাতে বিপুল হাসানের ডান হাতের কব্জি সাথে সাথেই ভেঙে যায় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়দের অভিযোগ, সামান্য রাজনৈতিক মতবিরোধের জেরেই আওয়ামী লীগ কর্মীরা এই চরম শারীরিক নির্যাতন চালিয়েছেন, যা বর্তমান সরকারের সময়ে বিরোধী মতের ওপর নির্যাতনেরই প্রতিচ্ছবি।
এই জঘন্য হামলার ঘটনায় আহত বিপুল হাসান নিজেই বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে ধুনট থানায় আওয়ামী লীগ কর্মী রফিকুল ইসলামসহ মোট তিনজনের নামে সুনির্দিষ্ট এজাহার দায়ের করেছেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম এজাহার প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, “আমরা ঘটনাটি সম্পর্কে একটি এজাহার পেয়েছি। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং দ্রুততম সময়ে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
ধুনট (বগুড়া) প্রতিনিধি, মোঃ গোলাম রব্বানী : 



















