
রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহার করে এবং আন্তঃধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহবানে বিশ্বনাথ পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) বিশ্বনাথের উদ্যোগে সদরের ধানহাঠা মাঠে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) বিশ্বনাথ পিএফজির অ্যাম্ভাসেডর ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খানের সভাপতিত্বে ও পিএফজির সমন্বয়কারী বদরুল ইসলাম মহসিন ও পিছ- অ্যাম্ভাসেডর সাংবাদিক তজম্মুল আলী রাজুর যৌত পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও পিএফজির সদস্য কাওছার খান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শামীম আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন মামুন, উপজেলা জাতীয়পাটির সাবেক আহবায়ক ও পিএফজির সদস্য হাজি সিতাব আলী, জয়নাল আবেদিন, পিএফজির সদস্য হোসাইন আহমদ শাহীন, হাসান মাহমুদ রিপন, সেচ্ছাসেবল দল নেতা তছলিম আলীসহ প্রমুখ
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি : 



















