রাঙামাটির বিলাইছড়ি থানায় একটি সিআর (কমপ্লেইন্ট রেজিস্টার) ওয়ারেন্ট অবশেষে তামিল করা হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে বিলাইছড়ি থানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১২টার দিকে বিলাইছড়ি থানার এএসআই (নিঃ) রিপন কান্তি নাথ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।
অভিযানে পল্টন ঘাট এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত আসামি নতুন বাবু তঞ্চঙ্গ্যাকে গ্রেফতার করা হয়।
আসামির পরিচয়: নাম: নতুন বাবু তঞ্চঙ্গ্যা, পিতা: রাঙ্গাবিচা তঞ্চঙ্গ্যা ঠিকানা: সুকনাছড়ি, ১২০ নং সাক্রাছড়ি।
থানা কর্তৃপক্ষ জানায়, গ্রেফতারের পর সংশ্লিষ্ট ওয়ারেন্টটি তামিল করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়ায় আজই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
মো. মোজাফফার আহমেদ, বিলাইছড়ি প্রতিনিধি : 




















