
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) উপজেলার ৪নং দৌলতপুর ইউনিয়নের কেবি একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ে আনন্দমুখর পরিবেশে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে কর্মশালায় বাল্যবিবাহ, সাইবার অপরাধ, নারী ও শিশু নির্যাতন, যৌতুক, আত্মহত্যা, নারী ও শিশু পাচার, ইভটিজিং, স্কুল থেকে ঝরে পড়া প্রতিরোধ, বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা, জন্ম ও মৃত্যু নিবন্ধনসহ শিক্ষার্থীদের আত্মপ্রত্যয়ী করে গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বাল্যবিবাহ ও সামাজিক সচেতনতা বিষয়ে বিশিষ্ট সাংবাদিক মোস্তাফিজুর রহমান এলবি লিটন বলেন, “আইনে শাস্তির বিধান থাকলেও সচেতনতার অভাবে নারীরা নানা জটিল সমস্যার মুখোমুখি হন। অপ্রাপ্তবয়সে বিয়ে হলে গর্ভধারণে মারাত্মক ঝুঁকিতে পড়তে হয় তাদের। বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, যৌতুক, আত্মহত্যা, নারী ও শিশু পাচার এবং ইভটিজিং—সবই সামাজিক ব্যাধি। এগুলো প্রতিরোধে সম্মিলিত সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি।”
এম. টুকু মাহমুদ, হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি : 



















