ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
উখিয়া উপজেলা কৃষক দলের ৫ টি সাংগঠনিক ইউনিয়নের সম্মেলন ও কাউন্সিল ‘২৫ সম্পন্ন নারী নির্যাতন মামলার আসামি প্রকাশ্যে ঘুরলেও তদন্ত কর্মকর্তা এসআই কামাল নিরব কেন? গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত মাদাগাস্কারের প্রেসিডেন্টের নাগরিকত্ব বাতিল বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদল সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে পরিচিতি সভা অনুষ্ঠিত নীলফামারীতে ভোজ্যতেলের নিরাপদতা ও পুষ্টিমান নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত শাহজাদপুরে বিএনপি নেতা প্রফসর ড. এমএ মুহিতের সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন: “মানুষের পাশে, মানবতার পথে, এক স্বপ্ন, এক নাম” – প্রফেসর ড. এমএ মুহিত ভালুকায় ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর বহিষ্কারাদেশ প্রত্যাহারে শুভেচ্ছা মিছিল চিরনিদ্রায় শায়িত হলেন রাজাপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাসিম আকন বিলাইছড়িতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে অবহিতকরণ সভা। “বাংলাদেশ জামায়াতে ইসলামী” হলদিয়াপালং ইউনিয়ন শাখার ৬নং ওয়ার্ডের সাংসদ নির্বাচন পূর্ববর্তী বিশেষ প্রস্তুতি সমাবেশ সম্পন্ন

কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বাবা নাসির উদ্দিন গ্রেফতার

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় ০৮:৫৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত সহিংসতায় দায়ের করা একটি হত্যা মামলায় মাইটিভির চেয়ারম্যান ও জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বাবা মো. নাসির উদ্দীন সাথীকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১৭ আগস্ট, ২০২৫) বিকেলে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। ডিএমপি’র ডিবি সূত্র জানায়, ওয়ারী বিভাগের একটি দল গুলশানে অভিযান চালিয়ে তার নিজ বাসা থেকে নাসির উদ্দীনকে আটক করে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত বছরের ৩০ আগস্ট যাত্রাবাড়ী থানায় এই হত্যা মামলাটি দায়ের করা হয়েছিল। বর্তমানে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একাধিক নিয়মিত মামলাও রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ১ সেপ্টেম্বর মো. জয়নাল আবেদীন নামে এক ব্যক্তি যাত্রাবাড়ী থানায় এই হত্যা মামলাটি দায়ের করেন। মামলায় মোট ২৫ জনকে আসামি করা হয়েছে। আসামিদের তালিকায় নাসির উদ্দীন সাথী ছাড়াও তার ছেলে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনসহ আরও অনেকে রয়েছেন। মামলার প্রধান আসামি করা হয়েছে শেখ হাসিনাকে। আসামির তালিকায় নাসির উদ্দীন সাথী ২২ নম্বর এবং তার ছেলে তৌহিদ আফ্রিদি ১১ নম্বর আসামি। মামলায় অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।

এই গ্রেপ্তারের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় তুলেছে। যেহেতু নাসির উদ্দীন সাথী একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরের বাবা, তাই তার গ্রেপ্তারের খবরটি দ্রুত ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

গ্রেপ্তারকৃত নাসির উদ্দীনকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ মামলার তদন্তের পরবর্তী পদক্ষেপ এবং অন্যান্য আসামিদের বিষয়ে পুলিশ ও সিআইডি কাজ করছে।

আপলোডকারীর তথ্য

Daily Naba Bani

মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক নববাণী পত্রিকার জন্য সকল জেলা উপজেলায় সংবাদ কর্মী আবশ্যকঃ- আগ্রহীরা আজই আবেদন করুন। মেইল: [email protected]
জনপ্রিয় সংবাদ

উখিয়া উপজেলা কৃষক দলের ৫ টি সাংগঠনিক ইউনিয়নের সম্মেলন ও কাউন্সিল ‘২৫ সম্পন্ন

কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বাবা নাসির উদ্দিন গ্রেফতার

আপডেট সময় ০৮:৫৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত সহিংসতায় দায়ের করা একটি হত্যা মামলায় মাইটিভির চেয়ারম্যান ও জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বাবা মো. নাসির উদ্দীন সাথীকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১৭ আগস্ট, ২০২৫) বিকেলে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। ডিএমপি’র ডিবি সূত্র জানায়, ওয়ারী বিভাগের একটি দল গুলশানে অভিযান চালিয়ে তার নিজ বাসা থেকে নাসির উদ্দীনকে আটক করে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত বছরের ৩০ আগস্ট যাত্রাবাড়ী থানায় এই হত্যা মামলাটি দায়ের করা হয়েছিল। বর্তমানে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একাধিক নিয়মিত মামলাও রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ১ সেপ্টেম্বর মো. জয়নাল আবেদীন নামে এক ব্যক্তি যাত্রাবাড়ী থানায় এই হত্যা মামলাটি দায়ের করেন। মামলায় মোট ২৫ জনকে আসামি করা হয়েছে। আসামিদের তালিকায় নাসির উদ্দীন সাথী ছাড়াও তার ছেলে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনসহ আরও অনেকে রয়েছেন। মামলার প্রধান আসামি করা হয়েছে শেখ হাসিনাকে। আসামির তালিকায় নাসির উদ্দীন সাথী ২২ নম্বর এবং তার ছেলে তৌহিদ আফ্রিদি ১১ নম্বর আসামি। মামলায় অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।

এই গ্রেপ্তারের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় তুলেছে। যেহেতু নাসির উদ্দীন সাথী একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরের বাবা, তাই তার গ্রেপ্তারের খবরটি দ্রুত ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

গ্রেপ্তারকৃত নাসির উদ্দীনকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ মামলার তদন্তের পরবর্তী পদক্ষেপ এবং অন্যান্য আসামিদের বিষয়ে পুলিশ ও সিআইডি কাজ করছে।