
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত সহিংসতায় দায়ের করা একটি হত্যা মামলায় মাইটিভির চেয়ারম্যান ও জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বাবা মো. নাসির উদ্দীন সাথীকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১৭ আগস্ট, ২০২৫) বিকেলে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। ডিএমপি’র ডিবি সূত্র জানায়, ওয়ারী বিভাগের একটি দল গুলশানে অভিযান চালিয়ে তার নিজ বাসা থেকে নাসির উদ্দীনকে আটক করে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত বছরের ৩০ আগস্ট যাত্রাবাড়ী থানায় এই হত্যা মামলাটি দায়ের করা হয়েছিল। বর্তমানে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একাধিক নিয়মিত মামলাও রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ১ সেপ্টেম্বর মো. জয়নাল আবেদীন নামে এক ব্যক্তি যাত্রাবাড়ী থানায় এই হত্যা মামলাটি দায়ের করেন। মামলায় মোট ২৫ জনকে আসামি করা হয়েছে। আসামিদের তালিকায় নাসির উদ্দীন সাথী ছাড়াও তার ছেলে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনসহ আরও অনেকে রয়েছেন। মামলার প্রধান আসামি করা হয়েছে শেখ হাসিনাকে। আসামির তালিকায় নাসির উদ্দীন সাথী ২২ নম্বর এবং তার ছেলে তৌহিদ আফ্রিদি ১১ নম্বর আসামি। মামলায় অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।
এই গ্রেপ্তারের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় তুলেছে। যেহেতু নাসির উদ্দীন সাথী একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরের বাবা, তাই তার গ্রেপ্তারের খবরটি দ্রুত ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
গ্রেপ্তারকৃত নাসির উদ্দীনকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ মামলার তদন্তের পরবর্তী পদক্ষেপ এবং অন্যান্য আসামিদের বিষয়ে পুলিশ ও সিআইডি কাজ করছে।