
রংপুরের পীরগঞ্জ উপজেলার জামতলা মাদ্রাসা প্রাঙ্গণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। আজ বৃহস্পতিবার সকালে ক্যাম্পের উদ্বোধন করেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক এবং রংপুর-৪ (পীরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন নবী চৌধুরী পলাশ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান শাহিন, পীরগঞ্জ পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম সেবু মন্ডল এবং বর্তমান পৌর বিএনপি সভাপতি সাইফুল আজ্জাদ মন্ডলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ক্যাম্পে স্থানীয় মানুষজন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, রক্ত পরীক্ষা, বিএমআই নির্ণয়সহ নানা ধরনের বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।
আয়োজকরা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্মদিন উপলক্ষে জনসাধারণের প্রতি মানবিক দায়িত্ববোধ থেকেই এই জনকল্যাণমূলক স্বাস্থ্যসেবা কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : 



















