
খুলনায় নবাগত জেলা প্রশাসকের আ.স.ম জামশেদ খোন্দকারের সঙ্গে জেলা ক্রীড়া সংস্থার একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, খেলোয়াড় তৈরির উপযোগী পরিবেশ সৃষ্টি এবং জেলা পর্যায়ের প্রতিযোগিতা জোরদার করার নানা বিষয় এ সভায় আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন সংস্থার সদস্য সচিব মোঃ আলিমুজ্জামান, বিসিবি পরিচালক জুলফিকার আলি জুলু, ক্রীড়া সংস্থার সদস্য, মোল্লা খায়রুল ইসলাম, এম সাইফুল ইসলাম, শাহনাজ খাতুন প্রমূখ।
নবাগত জেলা প্রশাসক সবাইকে সঙ্গে নিয়ে জেলার ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ, আর সেই লক্ষ্যেই জেলা প্রশাসন কাজ করে যাবে।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা জেলার ক্রীড়া অবকাঠামো, প্রতিযোগিতা আয়োজন এবং খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।
জেলা প্রতিনিধি : 



















