
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৯ নভেম্বর ২০২৫) সকালে উপজেলা পরিষদ হলরুমে এই সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জাবের আহমদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। সাম্প্রতিক সময়ে চুরি, ইভটিজিং, কিশোর অপরাধ, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে নজরদারি জোরদার এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির উপর জোর দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন— অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টো, উপজেলা জামায়াতের আমীর ও কিশোরী ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, প্রেসক্লাব সভাপতি শাহ আলম সরকারসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং কমিটির সদস্যরা।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজেদের মতামত ও প্রস্তাব উপস্থাপন করেন। সভার সভাপতি সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন এবং প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। সভা শেষে আগামী মাসের কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।
রাসেল মাহমুদ, পলাশবাড়ী প্রতিনিধি : 



















