
ভারতের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (Exclusive Economic Zone- EEZ) মাছ ধরার অভিযোগে বাংলাদেশের তিনটি নৌকাসহ ৭৯ জন জেলেকে আটক করেছে ভারতের কোস্ট গার্ড।
সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, গত ১৫ ও ১৬ নভেম্বর আন্তর্জাতিক সমুদ্র সীমা লাইনে (IMBL) নজরদারি চালানোর সময় বাংলাদেশের এই নৌকা ও জেলেদের আটক করা হয়।
ভারতের কোস্ট গার্ড দাবি করেছে, ওই বাংলাদেশি জেলেরা তাদের জলসীমার ভেতর মাছ ধরছিলেন। তাদের কাছে ভারতীয় জলসীমায় মাছ ধরার কোনো বৈধ অনুমতিপত্র ছিল না। সমুদ্র থেকে আটক করা নৌকাগুলোতে তাজা মাছ ও মাছ ধরার অন্যান্য সরঞ্জাম ছিল, যা কোস্ট গার্ড জব্দ করেছে।
আটকের পর নৌকা ও জেলেদের ফ্রাজেরগঞ্জ নিয়ে যাওয়া হয় এবং নৌ পুলিশের হাতে সমর্পণ করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, বাংলাদেশি জেলেদের প্রায়ই সমুদ্র থেকে ভারতীয় কোস্ট গার্ড ধরে নিয়ে যায়। এমনকি বাংলাদেশের জলসীমার ভেতর থেকেও একাধিকবার আটকের ঘটনা ঘটেছে।
এর আগে, গত ২৩ অক্টোবর মোংলা সমুদ্র বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগর থেকে ভারতীয় জেলেদের ট্রলার আটক করেছিল বাংলাদেশ নৌবাহিনী। নৌবাহিনী সেই সময় ৯ ভারতীয় জেলেকে নিজেদের জিম্মায় নেয়।
মোংলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, ফেয়ারওয়ে বয়া সংলগ্ন এলাকায় টহলরত নৌবাহিনী ‘এফবি এনি’ নামে একটি ভারতীয় ফিশিং ট্রলার আটক করে। ট্রলারটিতে ৯ জন ভারতীয় জেলে ছিলেন। তারা সবাই ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ এলাকার বাসিন্দা। পরবর্তীতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়।
সূত্র : দ্য হিন্দু
বিশেষ প্রতিনিধি : 





















