
রংপুরের পীরগঞ্জ (বাবনপুর জাফরপাড়া) পলাতক প্রধানমন্ত্রী হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায়কে,,ন্যায়বিচারের বিজয়, বলে আখ্যায়িত করে নিজ গ্রামে মিষ্টি বিতরণ করেছে শহীদ আবু সাঈদের পরিবার সহ অনন্যারা। দীর্ঘদিন ধরে বিচার প্রত্যাশী এই পরিবার রায় ঘোষণার পর স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেছে।
রবিবার দুপুরে রায় ঘোষণার সঙ্গে সঙ্গেই আবু সাঈদের পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন, প্রতিবেশী ও স্থানীয়দের মধ্যে মিষ্টি বিতরণ করেন। পরিবারের সদস্যদের মুখে ছিল দীর্ঘ প্রতীক্ষার পর পাওয়া সন্তুষ্টির ছাপ।
শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন এবং বড় ভাই রমজান আলী সাংবাদিকদের জানান, “আমরা বহুদিন ধরে ন্যায়বিচারের জন্য অপেক্ষা করেছি। আজকের রায় আমাদের দীর্ঘদিনের কষ্ট কিছুটা হলেও লাঘব করেছে।
তারা আরও বলেন, রায় কার্যকর হলে তাদের পরিবারের ত্যাগ ও ক্ষতির প্রকৃত মর্যাদা প্রতিষ্ঠিত হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, আবু সাঈদ ছিলেন শান্ত স্বভাবের একজন প্রতিবাদী যুবক। তার মৃত্যুর পর পরিবারটি নানা প্রতিকূলতা সত্ত্বেও ন্যায়বিচারের দাবিতে লড়াই চালিয়ে গেছে।
রায় ঘোষণার পর এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও অধিকাংশেই বিচার প্রক্রিয়ার অগ্রগতিকে স্বাগত জানিয়েছে।
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : 



















