
ময়মনসিংহের ত্রিশালে আহলে হাদিসের তিন দিনব্যাপী ৪৪তম জাতীয় ইজতেমা বুধবার (১২ নভেম্বর) বাদ মাগরিব থেকে শুরু হচ্ছে। ইজতেমার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আহলেহাদীস তাবলীগের পরিচালক ড. মুযাফ্ফর বিন মুহসিন।
ইজতেমার আয়োজকরা জানান, ধানীখোলা ইউনিয়নের মিলন সমাজ মাঠে তিন দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে। শনিবার (১৫ নভেম্বর) বাদ ফজর বয়ান এবং শেষ মোনাজাতের মাধ্যমে সমাপ্তি হবে। ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা মিলন সমাজ মাঠে পৌঁছাতে শুরু করেছেন।
কেন্দ্রীয় মার্কাজের আমীর মোস্তাফিজুর রহমান জানান, আগত মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে ১০০ জন স্বেচ্ছাসেবক ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবে। মাঠের চারপাশে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং থানা পুলিশের একটি নিরাপত্তা বক্স থাকবে। দেশের বিভিন্ন জেলা-উপজেলা ও মার্কাজ থেকে এক হাজারের বেশি জামাত ইজতেমা মাঠে উপস্থিত হতে পারেন। মাঠের বিশাল প্যান্ডেলে ৫০ হাজারের বেশি মুসল্লি স্থান নিতে পারবেন।
কোষাধ্যক্ষ আলহাজ্ব নাহিদুজ্জামান জানান, প্রথম দিনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আহলেহাদীস তাবলীগের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ড. আহমাদুল্লাহ ত্রিশালী। দ্বিতীয় দিনে হায়ার ইনস্টিটিউট জামি’আতুল ইমাম রিয়ায (সৌদী আরব) এর সাবেক অধ্যাপক ড. আব্দুর রহমান বিন ছালেহ আল-মুযাইনী আলোচনা করবেন। শেষ দিনে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক সালাফী আলোচনা করবেন। এছাড়া শুক্রবার জুম’আর খুতবা প্রদান করবেন প্রফেসর ড. আব্দুর রহমান বিন ছালেহ আল-মুযাইনী।
মো. আতিকুল ইসলাম সোহাগ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি : 



















