
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত নববর্ষের প্রকাশনা উৎসব, ২০২৬-এ জুলাই সংক্রান্ত ৩টি বই এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজ (১০ নভেম্বর, সোমবার) বিকেল ৪টায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসুর ভিপি সাদিক কায়েমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
জুলাই বিপ্লবে ছাত্র শহীদদের নিয়ে লেখা ‘রক্তের দলিল’, সারাদেশ থেকে বাছাইকৃত লেখা নিয়ে ‘জুলাই স্মৃতি’ এবং শিশুদের জন্য লেখা ‘গল্পে আঁকা জুলাই বিপ্লব’ নামক ৩টি বইয়ের মোড়ক উন্মোচন করেন ছাত্রশিবির সভাপতি কেন্দ্রীয় নেতৃবৃন্দ। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও ডাকসুর জিএস এস. এম. ফরহাদ, শহীদ আনাসের মাতা সানজিদা খান দীপ্তি, জুলাই আহত তাহমিদ হুজায়ফা ও সাইফ আরেফিন রাহাত।
মোহাম্মাদ নিজাম উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : 



















