বান্দরবানের থানচি উপজেলার সম্প্রতিকালের বলিবাজার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৩টি দোকান ব্যবসায়ীর পাশে দাঁড়িয়েছে থানচি উপজেলা বৌদ্ধ ভিক্ষু সংঘ পরিষদ। রবিবার (২ নভেম্বর) সকালে ক্ষতিগ্রস্তদের হাতে মোট ৫১,০০০ টাকা নগদ অনুদান তুলে দেওয়া হয়েছে।
অনুদান বিতরণ করেন থানচি উপজেলা বৌদ্ধ ভিক্ষু সংঘ পরিষদের সাধারণ সম্পাদক ও করুনা শিশু সদনের পরিচালক ভদন্ত উঃ গাইন্দামালা মহাথেরো। তিনি বলেন, “প্রাকৃতিক দুর্যোগ কখনও পূর্বনির্ধারিতভাবে আসে না। আগুন, পানি, বাতাস ও প্রাকৃতিক আবহাওয়া মানুষের জন্য অত্যাবশ্যক। এক ব্যক্তির অসাবধানতার কারণে সকলের ক্ষতি হয়। তাই ব্যবহার ও সচেতনতার ক্ষেত্রে সকলকে সতর্ক থাকতে হবে।”
অনুদান বিতরণের সময় উপস্থিত ছিলেন রুমা উপজেলার অগ্রবংশ অনাথালয় পরিচালক এবং নিউজ পোর্টাল রুমা বার্তা সম্পাদক ভদন্ত উঃ নাইন্দিয়া মহাথেরো। তিনি বলেন, “ধর্ম যার যার, মানবিকতা সবার। প্রাকৃতিক দুর্যোগ, শিক্ষা, অসহায় অনাথ শিক্ষার্থী, অসুস্থ নর-নারী, সমাজের গরীব ও হত দরিদ্রদের পাশে পার্বত্য চট্টগ্রামে বৌদ্ধ ভিক্ষুরা সবসময় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও সচেষ্ট থাকবে।”
অনুদান বিতরণের সময় বলিপাড়া, ক্যচু পাড়া ও মংনাই পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভিক্ষুদের মধ্যে ভদন্ত উঃ আচিংঙা, ভদন্ত উঃ পইঞা ওয়াইসা এবং গুনা বংশ মহাথেরো উপস্থিত ছিলেন।
থানচি, বান্দরবান প্রতিনিধি : 




















