
বাংলাদেশের বিশ্বকাপ দাবা মিশন প্রথম রাউন্ডেই শেষ হয়ে গেছে। প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলায় আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় হেরে যান, আরেক আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ড্র করেন। দুই খেলায় বাংলাদেশের মোট আংশিক পয়েন্ট মাত্র আধা, যার বিপরীতে প্রতিপক্ষের দেড় পয়েন্ট।
গতকাল সাদা ঘুঁটি নিয়ে হেরেছিলেন আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান (রেটিং-২৪১৪)। রোববার দ্বিতীয় রাউন্ডে তিনি কালো ঘুঁটি নিয়ে ইউক্রেনের গ্র্যান্ড মাস্টার ভ্যাসিল ইভানচুক (রেটিং-২৬১৬) এর সঙ্গে শ্লাভ ডিফেন্স পদ্ধতিতে ৩০ চালের মাথায় ড্র করেন।
অন্যদিকে, আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় (রেটিং-২৩৬০) নরওয়ের গ্র্যান্ড মাস্টার আরিয়ান তারির (রেটিং-২৬৩১) কাছে হেরে যান। নীড় কালো ঘুঁটি নিয়ে সিলিয়ান ডিফেন্সের ফ্রেঞ্চ বিশ্লেষণ ধারায় খেলে ৭৯ চালের পর পরাজিত হন।
এমনভাবে বাংলাদেশি দাবাড়ুরা বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছে। এর মধ্যে শুধু গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব একবার দ্বিতীয় রাউন্ডে উঠেছিলেন, যা বাংলাদেশের বিশ্বকাপ দাবায় সর্বোচ্চ অর্জন হিসেবে রয়ে গেছে।
স্পোর্টস ডেস্ক : 






















