
তেরখাদায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তেরখাদা উপজেলা মহিলা দলের উদ্যোগে এক বর্ণাঢ্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা সদরের শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের ধানের শীষের সম্ভাব্য প্রার্থী আজিজুল বারী হেলাল।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আজিজুল বারী হেলাল বলেন, “নারীরা এখন আর ঘরে বসে নেই। তারা রাজপথে নেমে এসেছে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দিতে। আগামী নির্বাচন হবে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার লড়াই। এই লড়াইয়ে তেরখাদার প্রতিটি নারী আমাদের সবচেয়ে বড় শক্তি।” তিনি আরও বলেন, “যে দুঃশাসনে দেশ চলছে, সেখানে মানুষের স্বাধীনভাবে কথা বলার অধিকার নেই, ভোটের অধিকার নেই। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে সেই অধিকার পুনরুদ্ধার করবে।”
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সভাপতি কোহিনুর বেগম এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক ফাতেমা বেগম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট তছলিমা খাতুন ছন্দা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সেতারা সুলতানা ও উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক চৌধুরী কওছার আলী।
এসময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাঁন জুলফিকার আলী জুলু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, এনামুল হক সজল, আব্দুস সালাম মল্লিক, মোল্লা সাইফুল ইসলাম, মাহমুদুল হাসান লোটাস, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য ও সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, সাবেক সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান, মোল্লা মাহাবুবুর রহমান, ইকরাম হোসেন জমাদার, সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাঈমুল হক, মোল্লা হুমায়ূন কবির, আজিজুর রহমান আজিবর, মিল্টন হোসেন মুন্সী, আবুল কালাম লস্কর,এস কে নাসির আহমেদ,আবুল হোসেন বাবু মোল্লা,জাহিদুল ইসলাম, জাহাঙ্গীর লস্কর,আবুল বাশার, সাইফুল ইসলাম মোড়ল, খান গিয়াস উদ্দিন, ইমদাদুল শেখ, ফেরদাউস মেম্বার, গোলাম মোস্তফা ভুট্টো, আলমগীর হোসেন, পলাশ মেম্বার, জামাল বিশ্বাস, সোহাগ মুন্সী,রাজু চৌধুরী,শামীম আহমেদ রমিজ, সাবু মোল্লা, সাব্বির আহমেদ টগর, ইয়ামিন শেখ, বীথি বেগম, রুপালি বেগম, লাকি বেগম, আঙ্গুরা বেগম ও উর্মি বেগমসহ মহিলা দলের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।
তেরখাদা প্রতিনিধি : 



















