
মঠবাড়িয়া উপজেলা জামায়াতের আমীর ও পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আ: জলিল শরীফের বাসায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। গত শনিবার রাত ১০টার দিকে এ হামলা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অধ্যাপক জলিল শরীফের বসত বাড়ির টিনে অজ্ঞাত পরিচয় কয়েকজন সন্ত্রাসী গাড়ি থেকে ককটেল নিক্ষেপ করে দ্রুত স্থান ত্যাগ করে। বিস্ফোরণের শব্দে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয় বাসিন্দাগন দ্রুত রাস্তায় নেমে আসেন। ভাগ্যক্রমে এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় ব্যাক্তিবর্গ জানান, “ঘটনাটি খুবই ভয়াবহ ও নিন্দনীয়। স্থানীয় প্রশাসন ও পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে। তারা ঘটনাস্থলে পরিদর্শন করেছেন এবং তদন্ত শুরু করেছেন।”
এ ঘটনায় স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মী এবং সাধারণ মানুষ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা দাবি করেন দ্রুততম সময়ের মধ্যে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।
পিরোজপুর-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল জলিল শরীফ বলেন, “হঠাৎ বিকট শব্দ পেয়ে আমরা বাহিরে চলে আসি। একজনকে দৌড়ে যেতে দেখি। এ ধরনের হামলা কোনোভাবেই কাম্য নয়। আমাদের মঠবাড়িয়ার শান্ত পরিবেশকে বিঘ্নিত করার চেষ্টা করছে কিছু মহল। প্রশাসনের কাছে অনুরোধ যারা এ ঘটনায় জড়িত, দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।”
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং স্থানীয়দের সাথে কথা বলে জেনেছে—তারা বিকট শব্দ শুনেছেন এবং একজনকে দৌড়ে যেতে দেখেছেন। আমরা বিষয়টি তদন্ত বিশ্লেষণ করে পরবর্তী ব্যবস্থা নেব।”
মো: আরিফ বিল্লাহ : মঠবাড়িয়া প্রতিনিধি 



















