
বান্দরবানের আলীকদমে মধ্যরাতে পাহাড় কাটার সময় স্কেভেটর সহ মালীক ইলিয়াস সিকদারকে আটক করেছে আলীকদম থানা পুলিশ। শনিবার ভোররাত ২:০০ টার দিকে উপজেলা সদরের পানবাজারের পূর্বে এ ঘটনা ঘটে।
প্রসঙ্গত গত ২৩ অক্টোবর(বৃহস্পতিবার) দিবাগত রাত ২ :০০ টার দিকে আলীকদম বাস টার্মিনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে একটি পাহাড়ের মাটি কাটার সময় হাতেনাতে ধরে আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ টাকা জরিমানা করে এবং পরবর্তীতে মাটি না কাটার জন্য নির্দেশ প্রদান করেন।
ইউএনও’র আদেশ অমান্য করে এই ব্যক্তি শনিবার ভোররাত আনুমানিক ২ ঘটিকার সময় আলীকদম সদর ইউনিয়নের পানবাজারের পূর্ব পাশে, ফরেস্ট অফিসের পার্শ্ববর্তী পূর্ব পালং পাড়া/আমির হোসেন সর্দার পাড়া নামক স্থানে জনৈক কুদ্দুস এর মালিকানা পাহাড়ে স্কেভেটর দিয়ে পাহাড় কাটার সময় ঘটনাস্থলে আলীকদম থানার ওসি মির্জা জহির উদ্দিন উপস্থিত হয়ে ঘটনার স্থল থেকে মাটি কাটাবস্থায় ইলিয়াস শিকদারকে আটক করে থানায় নিয়ে যায় ও বর্তমানে আলীকদম থানা হেফাজতে রয়েছে। তাকে ছাড়ানোর জন্য অনৈতিক তদবির চলছে বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আটক ইলিয়াস সিকদার Seem বিরুদ্ধে পরিবেশ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তর, বান্দরবান জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) রেজাউল করিম।
ওসমান গনি : ভ্রাম্যমাণ প্রতিনিধি 



















