
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বিয়ের দাবিতে ৩৫ বছর বয়সী এক নারীর বাড়িতে অনশন করেছেন ৭৫ বছরের এক বৃদ্ধ। এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
অনশনকারী বৃদ্ধের নাম আবুল কাসেম মুন্সি। তিনি উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের পশ্চিম মিঠাখালী গ্রামের বাসিন্দা এবং মৃত আজাহার আলী মুন্সির ছেলে। অপরদিকে, ৩৫ বছর বয়সী ওই নারীর পরিচয় গোপন রাখা হয়েছে।
বৃদ্ধ আবুল কাসেম মুন্সি জানান, তার স্ত্রী মারা যাওয়ার পর তিনি পুনরায় বিয়ের জন্য পাত্রী খুঁজছিলেন। প্রায় দুই মাস আগে ওই নারীর সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে তিনি বিয়ের প্রস্তাব দিলে ওই নারী তাতে রাজি হন। এরপর থেকে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। এই ঘনিষ্ঠতার সুযোগে ওই নারী বিভিন্ন সময়ে তার কাছ থেকে প্রায় ৩৫-৪০ হাজার টাকা হাতিয়ে নেন।
আবুল কাসেমের অভিযোগ, কিছুদিন আগে হঠাৎ করে কোনো কারণ ছাড়াই ওই নারী তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। এমনকি তিনি ওই নারীর বাড়িতে আসতে চাইলে তাকে ভুল ঠিকানা দেওয়া হয়। টানা ৪-৫ দিন খোঁজাখুঁজির পর গত শনিবার (১৬ আগস্ট) তিনি ওই নারীর বাড়িতে এসে বিয়ের দাবিতে অনশনে বসেন।
বৃদ্ধ বলেন, “আমার টাকা হয় সে ফেরত দেবে, নয়তো আমাকে বিয়ে করবে। আমার সঙ্গে সে যে প্রতারণা করেছে, আমি তার উপযুক্ত বিচার চাই।”
এদিকে, এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে আশেপাশের এলাকা থেকে উৎসুক জনতা ওই নারীর বাড়িতে ভিড় করে। এলাকাবাসীর অভিযোগ, ওই নারী বিভিন্ন পুরুষের কাছ থেকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে টাকা আত্মসাৎ করেন। তারা এই প্রতারণার জন্য ওই নারীর শাস্তির দাবি জানিয়েছেন।
স্থানীয়দের কাছে বিষয়টি ধরা পড়ার পর ওই নারী আত্মগোপন করেন। পরে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করেন।
এই ঘটনা সমাজে সম্পর্ক, প্রতারণা এবং বয়সের পার্থক্য নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে। মঠবাড়িয়া থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে এবং তারা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন।
নিজস্ব প্রতিবেদকঃ 



















