জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২২ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গণনা সম্পন্ন হওয়ার পর একই দিন অথবা পরদিন ২৩ ডিসেম্বর ফলাফল ঘোষণা করা হবে।
গতকাল বুধবার শহীদ সাজিদ একাডেমি ভবনের শিক্ষক লাউঞ্জে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান তফসিল ঘোষণা করেন।
তিনি জানান, ৯ ও ১০ নভেম্বর ভোটার তালিকার আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি শেষে ১২ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র গ্রহণের জন্য প্রার্থীরা ১৩, ১৬ ও ১৭ নভেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সময় পাবেন। ১৭ ও ১৮ নভেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। ১৮ নভেম্বর মনোনয়ন দাখিলের শেষ সময়।
১৯ ও ২০ নভেম্বর মনোনয়নপত্র বাছাই শেষে ২৩ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। ২৪, ২৫ ও ২৬ নভেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। এরপর ২৭ ও ৩০ নভেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট করা হবে। ৩ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
প্রার্থীরা ৪, ৭ ও ৮ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। প্রত্যাহারের পর ৯ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর ৯ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা আচরণবিধি মেনে প্রচারণা চালাতে পারবেন।
২২ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোট গণনা শেষে একই দিন অথবা ২৩ ডিসেম্বর ফলাফল ঘোষণা করা হবে।
জকসু নির্বাচন–২০২৫ সংক্রান্ত সব তথ্য ও নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েব পোর্টালে (https://jnucsu.jnu.ac.bd) পাওয়া যাবে।
তফসিল ঘোষণার সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ও আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. শহিদুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলী, সিএসই বিভাগের অধ্যাপক ড. মো. জুলফিকার মাহমুদ এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আনিসুর রহমান। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট ও পিআরআইপি পরিচালকও উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : 






















