ময়মনসিংহ মুক্ত দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের দপ্তর কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম।
সভায় জানানো হয়, আগামী ১০ ডিসেম্বর ময়মনসিংহ মুক্ত দিবস উপলক্ষে শহরের ছোট বাজার থেকে একটি র্যালি বের করা হবে এবং টাউন হলের এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে ময়মনসিংহ থানা ঘাট বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ এবং সকাল ১১টায় তারেক স্মৃতি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হবে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আলোকসজ্জার ব্যবস্থা থাকবে। রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হবে।
এ দিন সকাল ১১টায় তারেক স্মৃতি অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে জেলা ও উপজেলার মসজিদ, মন্দির, প্যাগোডাসহ সব ধর্মীয় উপাসনালয়ে মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া ও প্রার্থনা করা হবে।
তিন দিনব্যাপী বিজয় মেলা অনুষ্ঠিত হবে বৈশাখী মঞ্চে। শিশুদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। এছাড়া সার্কিট হাউস মাঠে এক প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হবে।
জেলার হাসপাতাল, এতিমখানা ও কারাগারগুলোতে বিশেষ খাবারের ব্যবস্থা করা হবে এবং সব পর্যটনকেন্দ্র জনগণের জন্য উন্মুক্ত থাকবে। শহরের বিভিন্ন মোড়ে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনও করা হবে।
সভায় জেলা প্রশাসক বলেন, “আসন্ন দিবসগুলো বাঙালির গৌরবময় ইতিহাসের অংশ। তাই প্রত্যেকে দায়িত্ববোধ থেকে অংশগ্রহণ করে এ দিবসগুলো মর্যাদাপূর্ণভাবে উদযাপন করতে হবে।”
সভায় ময়মনসিংহের পুলিশ সুপার, সিভিল সার্জন, সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মো. আতিকুল ইসলাম সোহাগ , ময়মনসিংহ জেলা প্রতিনিধি : 





















