
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় এস এস ফিলিং স্টেশন, স্বাধীন ফিলিং স্টেশন এবং নাহার ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
অভিযান চলাকালে ওজনে কম জ্বালানি দেওয়ার অপরাধে স্বাধীন ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি, সবগুলো ফিলিং স্টেশন থেকে জ্বালানির নমুনা সংগ্রহ করে মান পরীক্ষার জন্য বিএসটিআই-এর ঢাকা কার্যালয়ে পাঠানো হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন বোয়ালমারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি)। এ সময় বিএসটিআই ফরিদপুরের পরিদর্শক এবং পুলিশের একটি টিম উপস্থিত ছিল।
প্রশাসন জানায়, জ্বালানির মান ও পরিমাপের সঠিকতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
শেখ হাচান, স্টাফ রিপোর্টার : 
























