
নাজমুল ইসলাম মন্ডল : বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর উত্তরায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। এই কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম থানা বিএনপির নেতা আজমল হুদা মিঠু। তিনি উত্তরা ৭ নম্বর সেক্টরের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেন।
এ সময় আজমল হুদা মিঠু বলেন, “গাছ লাগান, দেশ বাঁচান।” তিনি আরও জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, পরিবেশ সম্পর্কে ভবিষ্যতে আরও সচেতন হতে হবে এবং শুধু গাছ লাগানো নয়, উন্নয়ন পরিকল্পনা তৈরির সময়ও পরিবেশ রক্ষার উদ্যোগ নিতে হবে।
মিঠু আরও বলেন, “প্রত্যেক মানুষকে পরিবেশ রক্ষায় সচেতন হতে হবে। বাংলাদেশকে টিকিয়ে রাখতে হলে প্রকৃতিকে বাঁচাতেই হবে।”এ সময় উত্তরা পশ্চিম থানা বিএনপির অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।























