
ফরিদপুর সদর উপজেলায় ৯০০ জন কৃষকের মধ্যে বিভিন্ন ধরনের সার ও বীজ বিতরণ করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর সদর-এর উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান। এছাড়াও উপজেলা পরিষদের কর্মকর্তা বৃন্দ ও কৃষকগণ উপস্থিত ছিলেন।
কৃষকদের মধ্যে ৫ কেজি করে অধিক পুষ্টিগুণ সম্পন্ন মসুর ডালের বীজ, ৫ কেজি করে পটাস সার এবং ১০ কেজি করে ডিএপি সার বিতরণ করা হয়।
এ সময় বক্তারা বলেন, বর্তমানে কিছু অসাধু ব্যবসায়ী মথ ডালের সঙ্গে রঙ মিশিয়ে তা মুগ ডাল নামে বাজারে বিক্রি করছে, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই সকলকে সচেতন হয়ে দেশি ও বিশুদ্ধ ডাল খাওয়ার পরামর্শ দেওয়া হয়।
শেখ হাচান, স্টাফ রিপোর্টার : 



















