
জননেতা আনিসুল হক বাবু গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে দেখতে গিয়েছিলেন। বর্তমানে শিমুল বিশ্বাস রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পাবনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু জানান, গত ১৮ আগস্ট থেকে জ্বর, শ্বাসনালীর প্রদাহ এবং কিডনি জটিলতা নিয়ে শিমুল বিশ্বাস হাসপাতালে ভর্তি আছেন।
তার শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পর আনিসুল হক বাবু গণমাধ্যমকে জানান যে, বর্তমানে শিমুল বিশ্বাসের অবস্থা স্থিতিশীল এবং তিনি আগের চেয়ে ভালো আছেন। শিমুল বিশ্বাস দেশবাসীর কাছে দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
শিমুল বিশ্বাসের সুস্থতা কামনায় পাবনাতে বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।
এছাড়া, বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনও তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া করেছে।
ব্যুরো প্রধানঃ পাবনা, মোঃ মনিরুজ্জামান মুন্না: 



















