
শনিবার, ১৬/০৮/২০২৫ তারিখে কেন্দ্রীয় বিএনপির উপজাতীয় বিষয়ক সম্পাদক ও বান্দরবান জেলা বিএনপির সাবেক সভানেত্রী মিসেস মাম্যাচিং, বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব,পাহাড়ী – বাঙ্গালীর অসাম্প্রদায়িক জননেতা জাবেদ রেজা ও জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য, সাবেক সদর উপজেলা বিএনপির সদস্য সচিব পরিশ্রমী নেতা বাবু চ নু মং সাথে সৌজন্য সাক্ষাত করেন থানচি উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা।
এ সময় থানচি উপজেলা বিএনপির নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন থানচি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুচমং ও সাবেক যুগ্ন সম্পাদক শান্তি ত্রিপুরার নেতৃত্ত্বে বিএনপি নেতা র্যাম্বো ত্রিপুরা, মেদোকসে, সাহ্লাচিং,
ইউসুফ, সুমন ত্রিপুরা, থুইঅং ছাই, লাসার ত্রিপুরা, অংশৈনু, মোঃহাবিব, সুজন ত্রিপুরা, অং সিংনু।
এসময় থানচি উপজেলা বিএনপিকে সুসংগঠিত করার লক্ষ্যে সাংগঠনিক আলাপ হয়। আলাপকালে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষকে থানচি উপজেলা থেকে বিপুল ভোট উপহার দেবে বলে আশ্বস্ত করেন নেতৃবৃন্দরা। বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব পাহাড়ী বাঙালির অসাম্প্রদায়িক জননেতা জাবেদ রেজা থানচি উপজেলার প্রতিটি ঘরে ঘরে বিএনপির বার্তা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম পৌঁছে দেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।