
ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ আজ বৃহস্পতিবার জানিয়েছেন, ড্রোন ব্যবহার করে অস্ত্র চোরাচালান রোধে সেনাবাহিনীকে মিশর সীমান্তবর্তী এলাকাকে বন্ধ সামরিক অঞ্চলে পরিণত করার নির্দেশ দিয়েছেন। জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
এক বিবৃতিতে কাৎজ বলেন, তিনি আইডিএফ-কে (ইস্রায়েলি প্রতিরক্ষা বাহিনী) ইসরাইল-মিশর সীমান্ত সংলগ্ন এলাকাকে বন্ধ সামরিক অঞ্চল ঘোষণা করে সেখানে নিয়ম-নীতি সংশোধন ও ড্রোন হুমকি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন। তিনি বলেন, ড্রোনের মাধ্যমে অস্ত্র পাচার গাজার যুদ্ধের অংশ এবং শত্রুদের অস্ত্র সরবরাহের উদ্দেশ্যে পরিচালিত হয়; এটিকে থামাতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।
ইসরাইল ও মিশরের মধ্যে প্রায় ২০০ কিলোমিটার (১২৪ মাইল) দীর্ঘ সীমান্ত রয়েছে। গত রোববার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছিল তারা একটি ড্রোন শনাক্ত করে, যা পশ্চিম দিক থেকে ইসরাইলি ভূখণ্ডে প্রবেশ করে অস্ত্র পাচারের চেষ্টা করছিল; ড্রোনটি আটক করলে তাতে আটটি বন্দুক পাওয়া যায়। এরপর গত মঙ্গলবার সেনাবাহিনী বলেছে, তারা আরেকটি চোরাচালান প্রচেষ্টা নস্যাৎ করেছে—সেখানে একটি ড্রোনে ১০টি পিস্তল বহন করে ‘পূর্ব সীমান্ত’ থেকে ইসরায়েলি ভূখণ্ডে আনা হচ্ছিল।
কাৎজ আজ আরও বলেন, চোরাচালানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে এবং নিষিদ্ধ এলাকায় প্রবেশকারীদের লক্ষ্যবস্তু করা হবে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভি কাৎজের সিদ্ধান্তের প্রশংসা করেন; তিনি মন্তব্য করেন, সেখানে যে চোরাচালান হয় সেটি সন্ত্রাসী উদ্দেশ্যে ব্যবহৃত হয়।
আন্তর্জাতিক ডেস্ক : 























