
শব্দের চেয়ে দ্রুতগামী (সুপারসনিক) বিশেষ জেট বিমানের পরীক্ষামূলক উড্ডয়ন সফলভাবে সম্পন্ন করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। যুদ্ধবিমান, স্যাটেলাইট ও প্রতিরক্ষা প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন করপোরেশন–এর সহযোগিতায় তৈরি এই অত্যাধুনিক বিমানের নাম এক্স–৫৯।
প্রকল্প–সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিমানের বিশেষ নকশার কারণে এটি শব্দের গতির চেয়ে দ্রুত চললেও শব্দ উৎপন্ন করে খুবই সামান্য। প্রচলিত সুপারসনিক বিমানের তুলনায় এক্স–৫৯ অনেক শান্ত এবং পরিবেশবান্ধব। ফলে এটি ভবিষ্যতে শব্দদূষণহীন, দ্রুতগামী বাণিজ্যিক বিমান নির্মাণের নতুন সম্ভাবনা উন্মোচন করেছে।
নাসার এক্স–৫৯ এই সপ্তাহে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মরুভূমির আকাশে প্রথম সফল উড্ডয়ন সম্পন্ন করে। পরীক্ষার পর বিমানটি নিরাপদে নাসার আর্মস্ট্রং ফ্লাইট রিসার্চ সেন্টারে অবতরণ করে।
বিশেষজ্ঞদের মতে, এই প্রযুক্তি ভবিষ্যতের বিমান পরিবহন খাতে বড় ধরনের পরিবর্তন আনবে। এক্স–৫৯ প্রকল্প সফলভাবে বাণিজ্যিক ব্যবহারে আসলে নিউইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলেস বা সমদূরত্বের ফ্লাইটের সময় প্রায় অর্ধেকে নামিয়ে আনা সম্ভব হবে।
নিজস্ব প্রতিবেদক : 

























