
অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম আগামীকাল মঙ্গলবার (৪ নভেম্বর) রামগঞ্জ সফরে আসছেন। সোমবার তথ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার সকালে তিনি রামগঞ্জ ও কুমিল্লার বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে ঢাকা থেকে রওনা হবেন।
রামগঞ্জে তাঁর কর্মসূচির মধ্যে রয়েছে উপজেলা প্রশাসনের আয়োজনে দরিদ্র কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা। এছাড়া তিনি উপজেলার সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন, শহীদ পরিবারদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং সাবেক এমপি ও প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়ার নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন।
রামগঞ্জের কর্মসূচি শেষে উপদেষ্টা মাহফুজ আলম কুমিল্লার কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন এবং সেখান থেকে রাতেই ঢাকায় ফিরবেন।
এদিকে উপদেষ্টা মাহফুজ আলমের সফরকে ঘিরে রামগঞ্জে আইনশৃঙ্খলা জোরদার করা হয়েছে। সফর উপলক্ষে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা দেখা গেছে।
মোহাম্মদ আলী, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি : 





















