সিলেটের বিশ্বনাথ পৌর শহরের কারিকোনা এলাকায় বিশ্বনাথ সরকারি কলেজ সংলগ্ন স্থানে ‘সিএস ক্যাফে (CS Cafe)’–এর জমকালো উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় ক্যাফের নিজস্ব ভবনে দোয়া ও মোনাজাতের মাধ্যমে ফিতা কেটে হোটেলটির উদ্বোধন করেন প্রধান অতিথি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সোহেল আহমদ চৌধুরী।
বিশ্বনাথ সরকারি কলেজের অধ্যক্ষ মানিক মিয়ার সভাপতিত্বে এবং বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সিএস ক্যাফের সত্ত্বাধিকারী মোহাম্মদ আলী শিপনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা ক্যাফের সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের প্রভাষক রুকনুজ্জামান। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পূর্ব কারিকোনা জামে মসজিদের ইমাম ক্বারী হারিছ উদ্দিন হেলালী।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মশিউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসেন এমরান, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ নুর উদ্দিন, সদস্য নুরুল ইসলাম, আবুল কাশেম, আব্দুস সালাম মুন্না, সুজিত দেব, শিক্ষানবিস মোস্তাক আহমদ মস্তফাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজকর্মী ও সাংবাদিকরা।
উদ্বোধনী পর্ব শেষে অতিথিরা ক্যাফের সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান।
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি : 




















