
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কার বিষয়ক ঐতিহাসিক ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে সিরাজগঞ্জ-৩ (তাড়াশ, রায়গঞ্জ ও সলঙ্গা) আসনে লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী, ত্যাগ, সংগ্রাম ও সততার প্রতীক, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবক ও জিকেএস ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার সেলিম জাহাঙ্গীর এ কর্মসূচির উদ্যোক্তা হিসেবে উপস্থিত ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে বারবার কারাবরণ করা এই নিবেদিতপ্রাণ নেতা তৃণমূল জনগণের মাঝে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।
রবিবার (২ নভেম্বর) সকাল ১০টায় তাড়াশ ডিগ্রি কলেজের হলরুমে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি। সভায় খন্দকার সেলিম জাহাঙ্গীর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা কর্মসূচির তাৎপর্য ও বাস্তব প্রয়োগ নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন।
সভায় সভাপতিত্ব করেন তাড়াশ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান (মনি) এবং সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক আব্দুল মোত্তালিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক তপন কুমার গোস্বামী, কলেজ ম্যানেজিং কমিটির সদস্য রফিকুল ইসলাম তোতা, ভাইস প্রিন্সিপাল হোসনে আরা বেগম ও সহকারী অধ্যাপক আবুল বাশার।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন। ‘আগামী সংসদ সদস্য কেমন হওয়া উচিত’—এই বিষয়ে প্রশ্নোত্তর পর্বে খন্দকার সেলিম জাহাঙ্গীর মনোযোগ দিয়ে সবার কথা শোনেন ও তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মহান রাব্বুল আলামিনের কৃপায় যদি জনগণ আমাকে এই আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেন, তবে তাড়াশ ডিগ্রি কলেজসহ পুরো অঞ্চলের শিক্ষা, উন্নয়ন ও অবকাঠামোগত সমস্যা সমাধানে সর্বোচ্চ প্রচেষ্টা নিব। জনগণের ভোটে জয়ী হলে আমি তাড়াশবাসীর সেবক হিসেবেই নিজেকে দেখতে চাই।”
তিনি আরও বলেন, বিএনপির ৩১ দফা শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, এটি একটি ন্যায়ের রাষ্ট্র ও গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকারপত্র। এই দফাগুলোর সফল বাস্তবায়নের মাধ্যমেই দেশ পুনরায় জনগণের হাতে ফিরে আসবে।
সভা শেষে শিক্ষার্থীদের মাঝে বিএনপির ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ করা হয়।
এস. এম. রুহুল তাড়াশী, স্টাফ রিপোর্টার : 



















