
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ওই বৃদ্ধের নাম শাফি সিকদার।
ঘটনাটি ঘটে গত শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের বাসিন্দা শাফি সিকদার। তিনি ১০ টাকার লোভ দেখিয়ে শিশুটিকে তাঁর একতলা ভবনে ডেকে নিয়ে যান। সে সময় বাড়িতে আর কেউ ছিল না। নির্জনতার সুযোগ নিয়ে শাফি সিকদার শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটির চিৎকারে প্রতিবেশী কয়েকজন নারী দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। ভুক্তভোগী শিশুটি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী।
ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয় মাতুব্বররা বিষয়টি মীমাংসার চেষ্টা করেন এবং শাফি সিকদারের শাস্তির আশ্বাস দেন। তবে, ঘটনার পরদিন শনিবার (১ নভেম্বর) দুপুরে শিশুটির বাবা ভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে, ভাঙ্গা থানা পুলিশ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আসামি শাফি সিকদারকে গ্রেফতার করে। তিনি পূর্ব সদরদী গ্রামের রজব আলী শিকদারের ছেলে। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন জানান, “এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণচেষ্টার অভিযোগে একটি মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যাওয়ায় শনিবার সন্ধ্যায় মামলার আসামি শাফি শিকদারকে গ্রেফতার করা হয়েছে।” পুলিশ জানিয়েছে, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
শেখ হাচান, স্টাফ রিপোর্টার : 



















