
রাজধানীর মোহাম্মদপুর থানার শাহজাহান রোডের একটি বাসায় মালাইলা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা বিনতে আজিজকে (১৫) কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান সন্দেহভাজন হিসেবে তাদের গৃহকর্মীকে অভিযুক্ত করা হচ্ছে, যিনি ঘটনার পর থেকেই পলাতক।
সোমবার (৮ ডিসেম্বর) সকালে খবর পেয়ে পুলিশ শাহজাহান রোডের ওই বাসার সপ্তম তলায় যায়। তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন এই জোড়া খুনের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ বর্তমানে ঘটনাস্থল ঘিরে রেখে তদন্ত কাজ পরিচালনা করছে।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : 


















