ঢাকা ০১:১৮ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

গণভোটের মাধ্যমে দীন প্রতিষ্ঠার দাবি হেযবুত তওহীদ নেতার

টাঙ্গাইলে অনুষ্ঠিত হেযবুত তওহীদের কর্মী সম্মেলনে সংগঠনটির সর্বোচ্চ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম জাতির মুক্তির একমাত্র সনদ হিসেবে আল্লাহর বিধান প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) জেলা শিল্পকলা একাডেমিতে ‘দীন প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের আহ্বান’ শীর্ষক এই সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে ইমাম সেলিম অভিযোগ করেন, মানুষের তৈরি প্রচলিত রাজনৈতিক, অর্থনৈতিক ও বিচার ব্যবস্থা আজ দেশের সংকটময় পরিস্থিতির প্রধান কারণ। তিনি বলেন, ব্রিটিশদের প্রণয়ন করা আইন-ব্যবস্থা পরিবর্তন না করায় রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, বিচার—সবকিছুই সেই সিস্টেমে চলছে। তিনি সুদভিত্তিক অর্থনৈতিক কাঠামোর কারণে দেশকে ২১ লাখ কোটি টাকার ঋণে জর্জরিত বলে উল্লেখ করে বলেন, গণতন্ত্র, ভোট ও নির্বাচন এখন জনগণকে বিভ্রান্ত করার হাতিয়ারে পরিণত হয়েছে এবং মানুষের তৈরি এই সিস্টেম সম্পূর্ণ ব্যর্থ প্রমাণিত হয়েছে।

সব সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হিসেবে তিনি আল্লাহর বিধান প্রতিষ্ঠার প্রস্তাব করেন। তিনি বলেন, অতীতে বহুবার গণভোট হলেও দেশ আশানুরূপ ফল পায়নি। তাই “আল্লাহর বিধান চাই নাকি মানুষের তৈরি বিধান চাই”—এই প্রশ্নে জাতীয় গণভোট হতে হবে। ৯০% মুসলমানের দেশে এটি আমাদের ন্যায্য দাবি। তিনি আলেম সমাজকে ছোটখাটো মতপার্থক্য নিয়ে শক্তি অপচয় না করে আল্লাহর বিধানের পক্ষে ঐকমত্য গড়ে তোলার এবং জনগণকে উদ্বুদ্ধ করার আহ্বান জানান। টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ডা. মোহাম্মদ নাজমুল হোসেন নাজমুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে হেযবুত তওহীদের প্রধান উপদেষ্টা খাদিজা খাতুনসহ কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গণভোটের মাধ্যমে দীন প্রতিষ্ঠার দাবি হেযবুত তওহীদ নেতার

আপডেট সময় ১২:৪৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫

টাঙ্গাইলে অনুষ্ঠিত হেযবুত তওহীদের কর্মী সম্মেলনে সংগঠনটির সর্বোচ্চ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম জাতির মুক্তির একমাত্র সনদ হিসেবে আল্লাহর বিধান প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) জেলা শিল্পকলা একাডেমিতে ‘দীন প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের আহ্বান’ শীর্ষক এই সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে ইমাম সেলিম অভিযোগ করেন, মানুষের তৈরি প্রচলিত রাজনৈতিক, অর্থনৈতিক ও বিচার ব্যবস্থা আজ দেশের সংকটময় পরিস্থিতির প্রধান কারণ। তিনি বলেন, ব্রিটিশদের প্রণয়ন করা আইন-ব্যবস্থা পরিবর্তন না করায় রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, বিচার—সবকিছুই সেই সিস্টেমে চলছে। তিনি সুদভিত্তিক অর্থনৈতিক কাঠামোর কারণে দেশকে ২১ লাখ কোটি টাকার ঋণে জর্জরিত বলে উল্লেখ করে বলেন, গণতন্ত্র, ভোট ও নির্বাচন এখন জনগণকে বিভ্রান্ত করার হাতিয়ারে পরিণত হয়েছে এবং মানুষের তৈরি এই সিস্টেম সম্পূর্ণ ব্যর্থ প্রমাণিত হয়েছে।

সব সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হিসেবে তিনি আল্লাহর বিধান প্রতিষ্ঠার প্রস্তাব করেন। তিনি বলেন, অতীতে বহুবার গণভোট হলেও দেশ আশানুরূপ ফল পায়নি। তাই “আল্লাহর বিধান চাই নাকি মানুষের তৈরি বিধান চাই”—এই প্রশ্নে জাতীয় গণভোট হতে হবে। ৯০% মুসলমানের দেশে এটি আমাদের ন্যায্য দাবি। তিনি আলেম সমাজকে ছোটখাটো মতপার্থক্য নিয়ে শক্তি অপচয় না করে আল্লাহর বিধানের পক্ষে ঐকমত্য গড়ে তোলার এবং জনগণকে উদ্বুদ্ধ করার আহ্বান জানান। টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ডা. মোহাম্মদ নাজমুল হোসেন নাজমুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে হেযবুত তওহীদের প্রধান উপদেষ্টা খাদিজা খাতুনসহ কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।